Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসা
Murshidabad Violence

'মেয়েরা অত্যাচারিত, পুলিশে আস্থা নেই আমজনতার', মুর্শিদাবাদ নিয়ে রিপোর্ট মহিলা কমিশনের

মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। অভিযোগ করেছিলেন, দরকারের সময়ে কোনও পুলিশ কর্মীকে তারা খুঁজে পাননি।

'মেয়েরা অত্যাচারিত, পুলিশে আস্থা নেই আমজনতার', মুর্শিদাবাদ নিয়ে রিপোর্ট মহিলা কমিশনের

ফাইল ছবি

শেষ আপডেট: 25 April 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় কার্যত তাণ্ডব চলেছিল মুর্শিদাবাদে (Murshidabad Violence)। ঘরবাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে খুন, সবই হয়েছে জেলায়। উত্তপ্ত পরিস্থিতির জেরে গোটা রাজ্যে শোরগোল তৈরি হয়। বাংলায় আসে মানবাধিকার কমিশন থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল (NCW)। তাঁরাই বিস্তারিত রিপোর্ট দিয়ে দাবি করেছে, রাজ্য সরকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। 

মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। অভিযোগ করেছিলেন, দরকারের সময়ে কোনও পুলিশ কর্মীকে তারা খুঁজে পাননি। কেউ সাহায্যের জন্য আসেননি। মহিলা কমিশনের রিপোর্টে এই বিষয়টিই উল্লেখ করে বলা হয়েছে, হিংসা রুখতে পুলিশ তথা রাজ্য সরকারের ভূমিকা ছিল না বললেই চলে। সেই কারণে পুলিশ-প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা চলে যাচ্ছে। 

মহিলা কমিশনের এও অভিযোগ, প্রাথমিকভাবে তো হিংসা আটকায়নি পুলিশ। পরে হামলাকারীদের বিরুদ্ধেও কড়া মনোভাব দেখায়নি! মহিলাদের ওপরও ব্যাপক অত্যাচার হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে তাঁরা। একই সঙ্গে বক্তব্য, সাধারণ মানুষ পুলিশের ওপর আর ভরসা করতে পারছেন না, তাঁরা কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা চাইছেন। মহিলা কমিশনের স্পষ্ট দাবি, মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত! মহিলাদের 'টার্গেট' করে হামলা চালানো হয়েছে। 

শুক্রবারই আবার মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারকে বদল করার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবর্তে রানাঘাটের এসপি কুমার সুন্নি রাজকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি করা হয়েছে অমিত কুমার সাউকে। তিনি কলকাতা পুলিশের ডিসি (টিপি) পদে ছিলেন। এদিকে রানাঘাটের এসপি পদে পাঠানো হয়েছে আশিস মৌর্যকে। ব্যারাকপুরে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের বর্তমান আধিকারিক অংশুমান সাহাকে। হিংসার ঘটনা সামলাতে না পারার জন্য এই বদল কিনা, সে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 


ভিডিও স্টোরি