শেষ আপডেট: 19th September 2023 15:20
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বর্তমান অবস্থা নিয়ে রীতিমতো তুলোধনা করলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। বললেন, ভারত (India) চাঁদে যাচ্ছে, নিজেদের দেশে জি-২০ আয়োজন করছে আর এদিকে পাকিস্তান বিশ্বের কাছে হাত পেতে ভিক্ষে করছে। নওয়াজের এমন মন্তব্যে পাকিস্তানে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। এই বছরেই সেদেশে সাধারণ নির্বাচন। তার আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিশানায় বর্তমান সরকার।
মঙ্গলবার একটি দলীয় বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন নওয়াজ শরিফ। সেখানেই তিনি বলেন, “এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বিদেশে ঘুরে ঘুরে দেশের জন্য ভিক্ষা করতে হচ্ছে। এদিকে ভারতের চন্দ্রযান চাঁদে পৌঁছে যাচ্ছে, তাঁরা দেশের মাটিতে জি-২০ সম্মেলন আয়োজন করছে। এগুলো পাকিস্তান কেন পারছে না? কে দায়ী এরজন্য? বর্তমানে ভারতের বিদেশি মুদ্রা ৬০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগে তো ওদের হাতে এত বিদেশি মুদ্রা ছিল না। ওঁরা উন্নতি করতে পারলে, আমরা নয় কেন?”
এদিকে নওয়াজ শরিফের এই কথায় পাকিস্তানে একেবারে হইচই পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আগামী নির্বাচনের কথা মাথায় রেখেই সুকৌশলে নওয়াজ বর্তমান সরকারকে তুলোধনা করেছেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা যে একেবারেই ভুল নয়, তার জলজ্যান্ত উদাহরণও রয়েছে চোখের সামনে। গত জুলাই মাসেই আইএমএফ ১.২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে পাকিস্তানকে। সব মিলিয়ে সেখান থেকে ৯ মাসে ৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা পাকিস্তানকে। এই পরিস্থিতিতে আগামী নভেম্বরে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তাই ঋণগ্রস্ত পাকিস্তানের ভবিষ্যৎ কার হাতে তুলে দেওয়া হবে, সেটাই দেখার।
বছরের দু'বার হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা? রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাচ্ছে সংসদ