শেষ আপডেট: 26th March 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী'র সঙ্গে পারিবারিক অশান্তির কারণে দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawajuddin Siddiqui)। এবার নিজের স্ত্রী (wife) ও ভাইয়ের (brother) বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন অভিনেতা। ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা দাবি করেছেন তিনি।
মুম্বই হাইকোর্টে আগামী ৩০ মার্চ এই মামলাটির প্রথম শুনানি হবে। মানহানির পাশাপাশি, ভাই শমাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনা হয়েছে অভিনেতার তরফ থেকে। জানা গেছে, ২০০৮ সাল থেকে নওয়াজের ম্যানেজার হিসেবে কাজ করতেন নওয়াজের ভাই শমাস নবাব সিদ্দিকি।
অভিনেতার অভিযোগ, তাঁর টাকায় কেনা একাধিক সম্পত্তি নিজের নামে হস্তগত করেছেন অভিযুক্ত শমাস। ভারতের বিভিন্ন শহরে এবং দুবাইতে অভিনেতার যা যা সম্পত্তি ছিল সেসবই দখল করেছেন শমাস। পাশাপাশি, অভিনেতার ১৪টি দামি গাড়িও এখন তাঁর ভাইয়ের দখলে।
প্রসঙ্গত, অভিনেতার স্ত্রী'র আনা গার্হস্থ্য হিংসার অভিযোগের ক্ষেত্রেও ভাইকেই নিশানা বানালেন অভিনেতা। স্ত্রী আলিয়াকে অভিনেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলার জন্য শমাসই প্ররোচনা দিয়েছেন এমনই দাবি ওয়াসেপুর অভিনেতার।
অভিনেতার স্ত্রী'র বিরুদ্ধে নওয়াজের অভিযোগ, বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত হিসেবে দাবি করা, সন্তানদের ভরণ-পোষণের টাকা নয়ছয় করা, প্রোডাকশন হাউস খোলার নাম করে টাকা নিয়ে নিজের জন্য খরচ করা।
এখানেই শেষ নয়। শমাস এবং আলিয়া মিলে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগও আনছেন নওয়াজ। পাশাপাশি, অভিনেতার কুরুচিকর ভিডিও তৈরি করেও তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে বলে দাবি অভিনেতার। এই অশ্লীল ভিডিওর জন্য শুরু হতে চলা তাঁর আগামী ছবির কাজ হাতছাড়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
এখন দেখার যে অভিযোগ পাল্টা অভিযোগের খেলায় 'সবকা বদলা' নিতে পারেন কিনা পর্দার ফয়সল ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।
গ্যালিফ স্ট্রিটের হাটে যশপাল শর্মা, কুকুর কোলে ছবিও তুললেন 'গঙ্গাজল' খ্যাত অভিনেতা