শেষ আপডেট: 25th September 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: অবিজেপি নেতাদের মধ্যে নবীন পট্টনায়েক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম বন্ধু, তা জানাই ছিল। এক কদম এগিয়ে সোমবার ওড়িশার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বড় সার্টিফিকেট দিয়েছেন (Naveen Patnaik rates Modi)। বলেছেন, দেশের সামগ্রিক অগ্রগতির নিরিখে প্রধানমন্ত্রীকে দশে নয় দিচ্ছি।
কিন্তু এবার প্রধানমন্ত্রীকে (Narendra Modi) শংসাপত্র দিতে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন মোদী সরকারের বিদেশ নীতি, দুর্নীতি দমন অভিযানের। উল্লেখ করেছেন দিল্লিতে সদ্য অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের। বিরোধী জোট যে সম্মেলনকে আদৌ বাড়তি গুরুত্ব দিতে চায়নি। কংগ্রেসের অভিযোগ, জি ২০-র নামে মোদী সরকার টাকার শ্রাদ্ধ করেছে।
মোদী সরকারের (Narendra Modi) বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম ইস্যু হল দুর্নীতি দমনের নামে হেনস্থা। বিরোধী নেতাদের ইডি, সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত অভিযোগ করা হয়েছে। সেখানে নবীন কেন্দ্রের বর্তমান সরকারকে সবচেয়ে প্রশংসা করেছেন দুর্নীতি দমন অভিযানের জন্য।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাল্টা অভিযোগ তুলে রাহুল গান্ধী নিশানা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রীকেও। আদানি ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। অন্যদিকে, নবীন বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দুর্নীতিমুক্ত। মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার কোনও অভিযোগ নেই। এই কারণেও তিনি প্রধানমন্ত্রী মোদীকে দশে নয় দিচ্ছেন।
আরও পড়ুন: মোদী রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্তা উর্জিতকে ‘সাপ’ বলেছিলেন, দাবি অবসরপ্রান্ত অর্থসচিবের