শেষ আপডেট: 29th June 2023 09:45
দ্য ওয়াল ব্যুরো: চাঁদের পাকাপাকিভাবে থাকার বন্দোবস্ত করা যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে চাঁদের বুকে ছোটখাটো একটা বাড়ি হলে মন্দ হয় না। মহাকাশচারীরা সেই পৃথিবী থেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এসে দু’দণ্ড বিশ্রাম নিতে পারেন। আবার অন্য সুবিধাও আছে। চাঁদের মাটিতে কাঠামো তৈরি মানেই জ্বালানির একটা ব্যবস্থা করা যাবে। খাবারদাবারেরও হিল্লে হবে। সুদূর পৃথিবী থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে খাবার আর জ্বালানি নিয়ে মহাকাশে ঘুরতে হবে না নভশ্চরদের। মহাকাশযাত্রার ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি হবে। নাসা এখন চাঁদে বসবাস করার পরিকল্পনাই করছে।
আর্টেমিস মিশনে চাঁদে যাচ্ছে নাসা। তখনই চাঁদের মাটি পরীক্ষা করে হাল হকিকত খতিয়ে দেখে আসবে। নাসার বিজ্ঞানীরা দাবি করছেন, চাঁদের আস্ত একটা খনি তৈরি হবে। মাটি খুঁড়ে তোলা হবে ধুলো হয়ে যাওয়া খনিজ। চাঁদের মাটি উর্বর করে চাষবাসও হবে। ফসল ফলবে।
চাঁদের পিঠে কেমন বাড়ি হবে সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে। গবেষকরা জানিয়েছেন, বাঙ্কারের মতো একটা কাঠামো আগে তৈরি হবে। তার জন্য চাঁদের মাটি (Lunar Soil) ও ব্যাকটেরিয়াদের নিয়ে গবেষণা চালানো হচ্ছে। চাঁদের মাটি পৃথিবীর মতো নয়। তার ওপর চাঁদে বায়ুমণ্ডল নেই। তাই মাটির উপরে বাঙ্কার বানানো অতটা সহজ নয়। সেক্ষেত্রে লুনার সারফেস (Lunar Surface) বা চাঁদের পৃষ্ঠদেশ থেকে কিছুটা নীচে বাঙ্কার বানানো যেতে পারে।
নাসার আগেই চাঁদে যাচ্ছে ভারত, চন্দ্রযান-৩ কবে উড়বে, নতুন কী কী প্রযুক্তি থাকছে
লুনার সারফেসে বসেই গবেষণা চালানোর জন্য আস্ত একটা স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে নাসার। এই ভাবনা তাদের দীর্ঘদিনের। তার জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএস)সিমেন্ট গুলতেও শুরু করেছেন মহাকাশবিজ্ঞানীরা। মাইক্রো-গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ করেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রজেক্ট সিমেন্ট সলিডিফিকেশন। শূন্য অভিকর্ষজ বলের মধ্যেই সিমেন্টকে নির্দিষ্ট পদ্ধতিতে মিশিয়ে, জমিয়ে শক্ত করা। নাসার এই প্রকল্পের পোশাকি নাম ‘মাইক্রোগ্র্যাভিটি ইনভেস্টিগেশন অব সিমেন্ট সলিডিফিকেশন (MICS)।’
নাসার পরবর্তী মিশন চাঁদে ও মঙ্গলে মানুষ পাঠানো। এই মাইক্রোগ্র্যাভিটির সঙ্গে যুদ্ধে সিমেন্ট যদি জিতে যায়, তাহলে আগামী দিনে চাঁদে বাড়ি বানানোটা কোনও সমস্যারই হবে না। আবার চাঁদ থেকে যখন তখন মঙ্গলের মাটিতে নামা যাবে। পৃথিবী থেকে দীর্ঘ পথের যাত্রার খরচ ও পরিশ্রম দুই বাঁচবে।