Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক
Narendra Modi

আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন মোদী, ঘূর্ণিঝড়ের আভাস থাকলেও প্রস্তুতিতে খামতি রাখছে না বিজেপি

চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার ১০-১১ দিনের মাথায় সেই উত্তরবঙ্গেই আসছেন মোদী।

আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন মোদী, ঘূর্ণিঝড়ের আভাস থাকলেও প্রস্তুতিতে খামতি রাখছে না বিজেপি

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 22 May 2025 10:22

দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে (Alipurduar) জোড়া কর্মসূচি করার কথা রয়েছে তাঁর। একটি প্রশাসনিক সভা এবং অন্যটি জনসভা। এই সফরের আগে এদিনই স্থানীয় বিজেপি নেতারা (West Bengal BJP) আলিপুরদুয়ার প‍্যারেড গ্রাউন্ড ময়দান ঘুরে দেখেন। কেমন কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখা হয়।

চলতি সপ্তাহেই উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক তার ১০-১১ দিনের মাথায় সেই উত্তরবঙ্গেই আসছেন মোদী। এই মুহূর্তে কোনও নির্বাচনী কার্যকলাপ না থাকলেও প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযানে যে সাফল্য পেয়েছে ভারত তার 'প্রচার' করতে পারেন মোদী। পাশাপাশি প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সহ আরও একাধিক রাজ্যের জন্য অনেক প্রকল্পের সূচনাও করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপি। কিন্তু বলা যায় তাঁদের সামনে বড় একটি বাধা আসতে পারে। না, কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নয়। আসলে মোদী যে সময়ে রাজ্যে আসছেন ওই সময়ই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এমনিতেই বিগত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহেও তা হওয়ার কথা। তার মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ভীতি বাড়িয়েছে রাজ্য বিজেপির।

এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে ঘূর্ণিঝড় তৈরি হলে ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গে তার প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা কম থাকলে বৃষ্টি যে হবে তা স্পষ্ট। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর রাজ্য বিজেপি। বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে সেই অনুযায়ী পরিকল্পনাও তৈরি করে রেখেছে গেরুয়া শিবির। 


ভিডিও স্টোরি