Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট

সরাসরি: আমি আপনাদের জন্য বাঁচি, আপনাদের জন্য স্বপ্ন দেখি, আপনাদের জন্য ঘামি: স্বাধীনতা দিবসে মোদী

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (77th Independence Day) সকালে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার পর জাতির উদ্দেশে বক্তৃতা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর (Narendra Modi) বক্তৃতার লাইভ হাইল

সরাসরি: আমি আপনাদের জন্য বাঁচি, আপনাদের জন্য স্বপ্ন দেখি, আপনাদের জন্য ঘামি: স্বাধীনতা দিবসে মোদী

শেষ আপডেট: 15 August 2023 01:16

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (77th Independence Day) সকালে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার পর জাতির উদ্দেশে বক্তৃতা দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর (Narendra Modi) বক্তৃতার লাইভ হাইলাইটস:

  • বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ। ১৪০ কোটি মানুষের দেশ। স্বাধীনতা দিবসে আমার পরিবারজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
  • প্রাকৃতিক বিপর্যয় এ বছর অকল্পনীয় সংকট তৈরি করেছে। কেন্দ্র ও রাজ্য মিলে এই সঙ্কট কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস রয়েছে।
  • গত কয়েক সপ্তাহ ধরে উত্তর-পূর্বে বিশেষ করে মণিপুরে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে, মা-বোনেদের মর্যাদা হানি হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতার শান্তির খবর আসছে। দেশ মণিপুরের পাশে রয়েছে। শান্তিপূর্ণ ভাবেই সমাধানের পথ বেরোবে।
https://twitter.com/TheWallTweets/status/1691281341437059073
  • আজ আমাদের কাছে ডেমোক্রেসি রয়েছে। ডেমোগ্রাফি রয়েছে। ডাইভার্সিটি রয়েছে। এই ত্রিবেণী ভারতের স্বপ্নপূরণের ক্ষমতা রাখে।
  • দেশে ৩০ বছর বয়সিদের সংখ্যা গোটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।
https://twitter.com/TheWallTweets/status/1691283160334794752
  • এখন এক অদ্ভূত কালখণ্ড চলছে। অমৃতকালের প্রথম বছর এটা। এখন আমরা যে সিদ্ধান্ত নেব, তার প্রভাব আগামী ১ বছর থাকবে।
  • বিশ্বের প্রথম তিনটি স্টার্ট আপ ইকো সিস্টেমের মধ্যে ভারত অন্যতম। গোটা বিশ্ব বিস্ময়ের সঙ্গে তা দেখছে।
  • দেশে অন্তত ১০০টি স্কুল এমন রয়েছে, যেখানকার ছেলেমেয়েরা স্যাটেলাইট বানিয়ে স্যাটেলাইট উৎক্ষেপনের প্রস্তুতি নিচ্ছে।
  • দেশের মানুষকে এই কারণে অভিনন্দন জানাচ্ছি, যে তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। ২০১৪ সালে দেশের মানুষ ঠিক করে নেয় যে দেশে একটা স্থির সরকার চাই, মজবুত সরকার চাই, সংখ্যাগরিষ্ঠ সরকার চাই। তিন দশকের যে অস্থিরতার কালখণ্ড ছিল, যে অনিশ্চয়তার সময় ছিল, যে রাজনৈতিক সংকটে দেশ ছিল, তার থেকে মুক্তি মিলেছে।
  • ২০১৪ ও ২০১৯ সালে আপনারা সরকার ফর্ম করেছিলেন বলেই মোদী রিফর্ম করার হিম্মত দেখাতে পেরেছে। আর মোদী যখন একের পর এক রিফর্ম করেছে, তখন আমার আমলারা পারফর্ম করে দেখিয়েছেন, তার সঙ্গে জনতা জনার্দন জুড়ে গিয়ে ট্রান্সফর্ম করে দেখিয়েছে।
https://twitter.com/TheWallTweets/status/1691285781699334144
  • দেশ আর্থিক ভাবে সমৃদ্ধ হলে শুধু কোষাগার ভরে না, দেশ সামর্থ বেড়ে যায়।
  • আমি দশ বছরের হিসাব তিরঙ্গাকে সাক্ষী রেখে লালকেল্লা থেকে দিতে চাই। আপনাদেরও মনে হবে, এত বড় বদল? এত সামর্থ! আগে কেন্দ্র থেকে রাজ্যগুলির কাছে ৩০ লক্ষ কোটি টাকা যেত। গত ৯ বছরে তা বেড়ে ১০০ লক্ষ কোটি টাকা হয়েছে। আগে স্থানীয় প্রশাসনের উন্নয়নের জন্য কেন্দ্র থেকে ৭০ হাজার কোটি টাকা যেত, এখন ৩ লক্ষ কোটি টাকা যায়। আগে গরিবের ঘর বানানোর জন্য ৯০ হাজার কোটি টাকা খরচ হত এখন ৪ লাখ কোটি টাকা খরচ হয়।
https://twitter.com/TheWallTweets/status/1691298150223618049
  • মুদ্রা যোজনা থেকে দেশের ৮ কোটি পরিবার সুবিধা পাচ্ছে। করোনা সংকটের সময়েও ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আমরা ডুবতে দিইনি।
  • দেশের কোণায় কোণায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য আমরা কাজ করেছি।
  • আমার পাঁচ বছরের মেয়াদে সাড়ে ১৩ কোটি গরিব ভাইবোন দারিদ্র থেকে বেরিয়ে এসে নিউ মিডল ক্লাসে উত্তীর্ণ হয়েছে।
https://twitter.com/TheWallTweets/status/1691292566363500544
  • বিশ্বকর্মা পুজোর দিন নতুন কর্মসূচি খরচ করব। স্বর্ণকার, নাপিত, তাঁতি, সুতার, রাজমিস্ত্রি, ধোপার মতো বংশ পরম্পরায় চলে আসা পেশাগুলির জন্য বিশ্বকর্মা যোজনা শুরু করব। প্রায় ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে ওই প্রকল্প শুরু করব।
https://twitter.com/TheWallTweets/status/1691296878003109888
  • দেশে জনৌষধি কেন্দ্র ১০ হাজার থেকে বেড়ে ২৫ হাজার হবে।
  • মোদীর গ্যারেন্টি, আগামী পাঁচ বছরে দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তিনটি অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে।
https://twitter.com/TheWallTweets/status/1691300458168733696
  • মধ্যবিত্ত শ্রেণির মানুষ যাঁরা শহরে ভাড়া বাড়িতে, ঝুগ্গিতে, ঝুপড়িতে থাকেন তাঁদের বাড়ি কেনার জন্য গৃহঋণে সুদ ছাড়ের ব্যবস্থা করব, যাতে লক্ষাধিক টাকার আর্থিক সুরাহা হয়।
  • করোনার পর এখন বিশ্বযুদ্ধের কারণে মন্দা ও মূল্যবৃদ্ধি পরিস্থিতি নিয়ে ভুগছে। আমাদের দুর্ভাগ্য, যে মূল্যবৃদ্ধিও আমদানি করতে হচ্ছে। ভারত মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ রাখার জন্য খুব চেষ্টা করেছে। গত সরকারের আমলে যা মূল্যবৃদ্ধি পরিস্থিতি ছিল তার থেকে এখন অবস্থা ভাল। গোটা বিশ্বের তুলনায় ভারতে পরিস্থিতি ভাল। কিন্তু এতেই আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের আরও চেষ্টা করে যেতে হবে।
  • সিরিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা এখন অতীত। আগে এখানে সেখানে লেখা থাকত, কোনও পরিতক্ত ব্যাগ ছোঁবেন না। এখন আর সেই পরিস্থিতি নেই। সন্ত্রাসবাদ দমন করতে সফল হয়েছে আমার সরকার।
  • দেশের উন্নয়নের নিরিখে বৈষম্য রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। আঞ্চলিক আকাঙ্ক্ষা ও আবেগকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের দেহের কোনও অংশ দুর্বল থাকলে শরীর সুস্থ রয়েছে বলতে পারি না।
  • দেশের ১৫ হাজার স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে ড্রোন ওড়ানোর প্রশিক্ষণ দেবে সরকার। ড্রোন দেওয়া হবে তাঁদের। দেশের কৃষিকাজে ড্রোনকে আমরা ব্যবহার করতে চাইছি।
https://twitter.com/TheWallTweets/status/1691294978436415488
  • আমি সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলাম। সেখানে এক মন্ত্রী আমাকে প্রশ্ন করেছিলেন, ভারতের মহিলারা কি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে? তাঁরা কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে? আমি তাঁকে বলেছি, ভারতে এখন ছেলেদের থেকে মেয়েরাই বেশি করে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। আমার লক্ষ্য হল, দেশে ২ কোটি লাখপতি দিদি তৈরি করা।
  • ৭৫ বছরের ইতিহাস দেখুন। ভারতের সামর্থ কম ছিল না। আমার আত্মবিশ্বাস রয়েছে, ২০৪৭ সালে যখন ভারত স্বাধীনতার শতবর্ষ পালন করবে, ততদিনের ভারত উন্নত দেশে পরিণত হয়ে যাবে।
https://twitter.com/TheWallTweets/status/1691314098892574720
  • তিন অশুভ শক্তির সঙ্গে লড়াই করা হল সময়ের দাবি। দুর্নীতি থেকে মুক্তি চাই। মোদীর জীবনের দায়বদ্ধতা হল, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। দুই, পরিবারতন্ত্র। এই সমস্যা দেশের মানুষের সুযোগ কেড়ে নিয়েছে। তিন, তুষ্টিকরণ। এই নীতি দেশের রাষ্ট্রীয় চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছে। এই তিন অশুভের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়তে হবে।
  • দেশের গণতন্ত্রে এমন বিকৃতি এসেছে, যা দেশকে কোনও ভাবেই শক্তিশালী করতে পারে না। পরিবারবাদী সব পার্টি। পার্টি বাই দ্য ফ্যামিলি, ফর দ্য ফ্যামিলি ও অফ দ্য ফ্যামিলি। এই পরিবাদ থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে।
  • তুষ্টিকরণ সামাজিক ন্যায়কে নষ্ট করেছে। তুষ্টিকরণের জন্য সরকারি প্রকল্প সামাজিক ন্যায়কে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।
  • দেশ যদি উন্নত ভারতের স্বপ্ন দেখে, তা হলে দুর্নীতি কোনওভাবেই সহ্য করা যাবে না।
  • ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাসে বদলে দিয়েছি। কঠোর পরিশ্রম করেছি। দেশের জন্য করেছি।
  • আগামী পাঁচ বছর হল অমৃতকালের সবচেয়ে স্বর্ণাভ সময়।
  • আমি আপনাদের জন্য বাঁচি। আমার যদি স্বপ্ন আসে, তাহলে আপনাদের জন্য আসে। আমার যদি ঘাম হয়, তাহলে আপনাদের জন্য হয়। কারণ, আপনারা আমার পরিবার। আপনাদের পরিবারের সদস্য বলেই আপনাদের জন্য লড়াইয়ের জন্য সঙ্কল্পবদ্ধ আমি।
  • চলতা চালাতা কালচক্র, অমৃতকালকা ভালচক্র, সবকে স্বপনে, আপনে স্বপনে, পনপে স্বপনে সারে, ধীর চলে, বীর চলে, চলে যুবা হামারে, নীতি সহি, রীতি নয়ি, গতি সহি, রাহা নয়ি, চুনো চুনৌতি সিনা তান, জগমে বাড়াও দেশকা নাম...।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিও


ভিডিও স্টোরি