শেষ আপডেট: 12th February 2023 01:08
রাজধানী থেকে জয়পুর যাওয়া যাবে মাত্র সাড়ে ৩ ঘণ্টায়! নতুন এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন মোদী
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে জয়পুর হোক বা মুম্বই, সড়কপথে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে। তৈরি হচ্ছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে (Delhi-Mumbai Expressway)। রবিবার এই এক্সপ্রেসওয়ের একটি অংশ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই হাইওয়ের দিল্লি থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত রাস্তাটি উদ্বোধন হল আজ। বাকি পথ শীঘ্রই চালু হয়ে যাবে বলে জানান মোদী।
এদিন মোদী এই রাস্তার উদ্বোধন করে জানান, জাতীয় সড়ক তৈরির জন্য রাজস্থান সরকারকে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের পরিকাঠামো যত বাড়বে তত বাড়বে রোজগার ও উন্নয়নও। এতে রাজ্যের মানুষই উপকৃত হবেন।

এই জাতীয় সড়কে দিল্লি থেকে রাজস্থানের জয়পুর পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে তিন ঘণ্টায়। এই জাতীয় সড়কের দৈর্ঘ্য ২৪৬ কিলোমিটার।
দিল্লি থেকে মুম্বই, আট লেন বিশিষ্ট এই সড়কপথটির দৈর্ঘ্য প্রায় ১৪০০ কিলোমিটার। এই পথে দিল্লি থেকে মুম্বই মাত্র ১২ ঘণ্টায় যাওয়া হবে। এখন সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা। সেটাই ৫০ শতাংশ কমে যাবে বলে দাবি মোদী সরকারের।

চলতি বছরেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। এই রাজ্যের মসনদে নেই বিজেপি। রাজনৈতিক মহলের অভিমত, বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই চালু করে দেওয়া হল দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে।
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েটি ৬টি রাজ্যের ওপর দিয়ে যাবে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত এবং মহারাষ্ট্র। যা সড়কপথে দেশের বেশকয়েকটি বড় বড় শহরকে জুড়ে দিচ্ছে।

দেশের দীর্ঘতম সড়কপথটির ফলে উপকৃত হবে ১৩টি বন্দর, ৮টি বিমানবন্দর। ফলে পণ্য নিয়ে সড়কপথে এক বন্দর থেকে অন্য বন্দরে সহজেই পৌঁছে যাওয়া যাবে। পরিবহণ মন্ত্রণালয়ের দাবি, এই সড়কপথ চালু হলে গোটা পশ্চিম ভারতের আর্থিক উন্নয়ন হবে।
‘এক ধাক্কা অউর দো’ বলে বাংলায় সরকার গড়ার ডাক নাড্ডার, শোনালেন ‘মোদী প্যাকেজ’