শেষ আপডেট: 11th August 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রতি ‘সহানুভূতি’ দেখিয়ে সনিয়া-রাহুলকে টিপ্পনি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন লোকসভায় অনাস্থা বিতর্কে জবাবি বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “অধীরবাবুর (Adhir Chowdhury) কী হাল হয়েছে, ওঁর দল ওঁকেই বলতে দেয়নি! কংগ্রেসের জন্য যে সময় বরাদ্দ হয়েছিল, তার মধ্যে ওঁর ভাগ্যে কিছুই জোটেনি”। এর পর স্পিকার ওম বিড়লার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনি মহানুভব তাই কিছু অতিরিক্ত সময় বরাদ্দ করেছেন অধীরবাবুকে।”
লোকসভায় এ ধরনের বিতর্কের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যার জোরের ভিত্তিতে সময় বরাদ্দ করা হয়। ধরা যাক, মোট কুড়ি ঘণ্টা ধরে বিতর্ক চলবে। সেই কুড়ি ঘণ্টার মধ্যে কোন দল কত ঘণ্টা বা কত মিনিট বলার সুযোগ পাবেন তা তাঁদের সাংসদ সংখ্যার ভিত্তিতে স্থির হয়। আবার কোনও দলের জন্য যে সময় বরাদ্দ হয়, তা সেই দল তাঁদের এক বা একাধিক নেতার মধ্যে ভাগ করে দিতে পারে।
এই শর্তেই এবার অনাস্থা বিতর্কে (No-Confidence Motion Debate) কংগ্রেসের জন্য সময় বরাদ্দ হয়েছিল, তাতে তিন জন বক্তৃতা দেন। গৌরব গগৈ, মণীশ তিওয়ারি ও রাহুল গান্ধী। কিন্তু অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা হওয়া সত্ত্বেও তিনি বলার সুযোগ পাননি। এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ-ও অধীর চৌধুরীকে কটাক্ষ করেছিলেন। তবে এদিন স্পিকার অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) বক্তৃতা দেওয়ার জন্য কিছু সময় দেন।
এর পরই বক্তৃতায় অধীরের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “গুড়কে কীভাবে গোবর বানাতে হয়, উনি সবচেয়ে ভাল জানেন।” সেই সঙ্গে বলেন, “কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে, অধীর চৌধুরীকে কোণঠাসা করা হচ্ছে। কে জানে কলকাতা থেকে হয়তো ফোন এসেছিল!” মোদীর কথায়, “এর আগেও একবার ফ্লোর লিডারের পদ থেকে অধীরবাবুকে সরিয়ে দেওয়া হয়। ওঁর প্রতি আমাদের সহানুভূতি রয়েছে”।
পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক নিয়ে কৌশলগত ভাবেই সনিয়া-রাহুলকে খোঁচা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস ও তৃণমূল এখন ইন্ডিয়া জোটে সামিল। কিন্তু এতে পশ্চিমবঙ্গের ঘরোয়া রাজনীতিতে অধীর চৌধুরীর সমস্যা হচ্ছে। তিনি এখনও ধারাবাহিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, মমতার ফোন পেয়ে হয়তো অধীরকে কোণঠাসা করা হচ্ছে কংগ্রেসে।
তবে একটা ঘটনা ঠিক। তা হল, ব্যক্তিগত স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক ভাল। বছর দশেক আগে একবার গুজরাতে বেড়াতে গিয়েছিলেন অধীর। তার পর থেকেই অধীরের সঙ্গে মোদীর বন্ধু সম্পর্ক তৈরি হয়েছে। তবে রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক প্রাসঙ্গিক নয়। তাই এদিন বিতর্কে পরস্পরের প্রতি টিপ্পনি করতে ছাড়েননি।
আরও পড়ুন: সরাসরি প্রধানমন্ত্রী: ওরা ফিল্ডিং সাজিয়েছে আমরা চার ছয় মারছি