শেষ আপডেট: 1st December 2022 03:13
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election) প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় ১৯ জেলার ৮৯ আসনে ভোট নেওয়া হচ্ছে।
ভোট শুরুর মিনিট খানেক আগেই টুইট (Twitter) করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি বলেন, সবাই ভোট দিন। রেকর্ড সংখ্যায় ভোট দিন। প্রধানমন্ত্রী বিশেষভাবে আবেদন জানিয়েছেন প্রথমবারের ভোটারদের। এবার গুজরাতে এমন ভোটার ৭৪ হাজার।
টুইট করেছেন আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও (Manish Sisodia)। তিনি সরাসরি আপের নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে ভোট চেয়েছেন। বলেছেন, বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যের ব্যবস্থা করবে যারা, ভোটটা তাদের দিন। অন্যদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়েছেন মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
আজ প্রথম দফার ভোট। নিয়ম অনুযায়ী মঙ্গলবার বিকালের পর আর প্রথম দফার আসনগুলির ভোটারদের প্রতি কোনও ধরনের আহ্বান জানানো যায় না। কিন্তু সে সবের তোয়াক্কা করেনি আপ নেতা। প্রধানমন্ত্রীর টুইট তুলনায় ভিন্ন। তিনি ভোটদানের হার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের প্রাক্তন কর্তা ও বিরোধীদের একাংশ বলছে, ভোট শুরুর মুখে প্রধানমন্ত্রী ওই টুইট করে নিজের এবং বিজেপির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভোটারদের। গুজরাতের ভোটে তিনিই বিজেপির মুখ।
তবে আজ যেহেতু দ্বিতীয় দফার ভোটের প্রচারে কোনও বিধিনিষেধ নেই, তাই মোদী, সিসোদিয়াদের টুইট নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা কঠিন।