শেষ আপডেট: 1st August 2022 09:39
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মানুষ যখন মধ্যরাতে ঘুমে আচ্ছন্ন তখন বাকিংহামে ইতিহাস লিখলেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। স্বভাবতই তাঁর কীর্তিতে মজে গোটা ভারত। বিশেষত বাংলার মানুষ। এই নিয়ে এখনও পর্যন্ত চলতি কমনওয়েলথে তৃতীয় সোনা এসেছে ভারতে। বাংলার ভারোত্তোলককে প্রশংসায় ভরালেন মোদী থেকে মমতা।
পুরুষদের ৭৩ কেজি ভারোত্তোলনে স্ন্যাচের দ্বিতীয় প্রচেষ্টায় যখন ১৪০ কেজি তোলেন, হাততালিতে ফেটে পড়ে সবাই। কারণ এটি একটি কমনওয়েলথ (Commonwealth Games 2022) রেকর্ড। এরপর তৃতীয় প্রচেষ্টায় তোলেন ১৪৩ কেজি। প্রথম প্রচেষ্টায় তিনি ১৩৭ কেজি ভার তুলেছিলেন। এর পর ক্রমেই বাড়ছিল তাঁর পদক জয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত চিত্রনাট্য এমন লেখা গিয়েছিল যে অচিন্ত্যর সোনা জয় ছিল সময়ের অপেক্ষা।
অচিন্ত্যর কীর্তিতে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটে লিখেছেন, 'গেমসের আগে অচিন্ত্যর সঙ্গে কথা হয়েছিল। পরিবারের থেকে কেমন সমর্থন পেয়েছেন তিনি তা জানিয়েছিল। এবার পদক জেতার পর হয়তো একটা ভাল সিনেমা দেখার সুযোগ পাবে।'
একা মোদী নন, বাংলার ছেলেকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, 'এটা সত্যিই আমাদের কাছে গর্বের বিষয় যে বাংলার অচিন্ত্য শিউলি কমনওয়েলথে তৃতীয় সোনা জিতেছে। তাঁকে আন্তরিক অভিনন্দন।'
অচিন্ত্য শিউলি তাঁর প্রথম ক্লিন অ্যান্ড জার্ক প্রচেষ্টায় ১৬৬ কেজি তুলেছেন। এরফলে মালয়েশিয়ার এরি হিদায়াত মুহাম্মদের চেয়ে ৬ কেজিতে এগিয়ে যান। তিনি সবমিলিয়ে ৩০৯ কেজি উত্তোলন করেছেন, যা একটি কমনওয়েলথ রেকর্ড।
বাংলায় গভীর রাতে ‘সূর্যোদয়’! হাওড়ার টালির ঘরের অচিন্ত্য সোনা আনলেন কমনওয়েলথে