শেষ আপডেট: 31st December 2023 15:37
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বাঙালি আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যের নতুন মুখ্যসচিবের নাম আগেই ঠিক হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভগবতী প্রসাদ গোপালিকাকে মুখ্যসচিব পদের দায়িত্ব দিয়েছেন। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল করা হয়েছে আইপিএস অফিসার রাজীব কুমারকে। প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে দু’জন অবাঙালি অফিসারকে দায়িত্ব দেওয়ার পর স্বরাষ্ট্র সচিব করা হল এক বাঙালি মহিলা অফিসারকে। স্বরাষ্ট্রসচিব পদের পাশাপাশি পরিষদীয় দফতর ও পর্যটনের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে অতিরিক্ত দায়িত্বও থাকবে নন্দিনীর।
এর আগে বাংলায় স্বরাষ্ট্রসচিব পদে প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন লীনা চক্রবর্তী। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন ৯৬ সাল থেকে দু’বছরের জন্য এই পদে ছিলেন লীনা। পঁচিশ বছর পর রাজ্যে দ্বিতীয় কোনও মহিলা অফিসারকে স্বরাষ্ট্রসচিব করা হল। স্বরাষ্ট্রসচিব পদে শেষ বাঙালি আমলা ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
বেশিরভাগ ক্ষেত্রেই স্বরাষ্ট্র সচিবরা পরবর্তীতে মুখ্যসচিব হন। সেদিক থেকে নন্দিনীর সামনে রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হওয়ার সুযোগ থাকল। লীনা চক্রবর্তী এই সুযোগ না পেয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পদে যোগ দিয়েছিলেন।
নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। অর্থাৎ তাঁর তুলনায় আরও সিনিয়র অফিসার রয়েছেন। যেমন বর্তমান অর্থসচিব মনোজ পন্থ ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার। বিবেক কুমার ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। অর্থাৎ বেশ কয়েক জনকে টপকে স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী। সেদিক থেকে নতুন স্বরাষ্ট্রসচিব বেছে নেওয়ায় আমলা তথা প্রশাসনিক মহলে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় নন্দিনী চক্রবর্তী খুব সুস্থির ভাবে যে বিভিন্ন দফতরের দায়িত্ব সামলাতে পেরেছিলেন তা অবশ্য নয়। এক সময়ে তাঁকে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব পদে বসিয়েছিলেন মমতা। কিন্তু কিছুদিন পরে সরিয়ে দিয়েছিলেন। তাঁকে শিল্পসচিব করা হয়েছিল। সেখানেও তাঁর মেয়াদ দীর্ঘ ছিল না। বর্তমানে পর্যটন সচিব পদে ছিলেন নন্দিনী। সেই সঙ্গে মেদিনীপুরের প্রশাসনিক কিছু দায়িত্ব রয়েছে তাঁর।
এবছরের শুরুতে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব করে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল তাঁকে সরিয়ে দিয়ে উল্টে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
প্রশাসনের শীর্ষ সূত্রে বলা হচ্ছে, নন্দিনী খুবই দক্ষ অফিসার। সদ্য প্রাক্তন মুখ্যসচিবের সঙ্গে তাঁর ভাল তালমিল রয়েছে। সম্ভবত সেই কারণেই তাঁকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হয়েছে। তাছাড়া পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে দুই অবাঙালি অফিসারকে বসানোর কারণে ভারসাম্য রাখা জরুরি ছিল। তাই মহিলা বাঙালি অফিসারকে স্বরাষ্ট্রসচিব করা হল।