শেষ আপডেট: 1st November 2023 00:01
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার, লক্ষ্মীপুজোর দিন ধুমধাম করে কষ্টিপাথরের মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে নৈহাটির বড়মা মন্দিরে। একইসঙ্গে সেদিনই উদ্বোধন হয়েছে চারতলা মন্দিরটিরও। উদ্বোধনের দিন উত্তর ২৪ পরগনার এই জনপদের চেহারাই আমূল বদলে গিয়েছিল। আপাতত ওই কষ্টিপাথরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে নিত্যপুজো হচ্ছে। তবে এরমধ্যেই বড়মাকে নিয়ে বেজায় দুশ্চিন্তায় পড়েছে মন্দির কমিটি।
চিন্তাটা ঠিক বড়মাকে নিয়ে নয়, তাঁর গায়ের ১০০ ভরি সোনার গয়না নিয়ে। বড়মাকে নিয়ে ভয়ভক্তির কমতি না থাকলেও চোরদের যে সেসবের বালাই নেই, তা বিলক্ষণ বুঝতে পারেন সবাই। আর সাধুবেশে কখন যে মন্দিরে তস্করের প্রবেশ ঘটবে, তা কেউ জানেন না। তাই কালীমূর্তিকে পরানো ওই ১০০ ভরি সোনার গয়না নিয়ে বেশ চিন্তায় মন্দির কমিটি। সিসিটিভি বা পুলিশি প্রহরা থাকলেও ওই গয়না চুরির ভয়ে নাওয়া-খাওয়া ভুলেছেন তাঁরা।
সূত্রের খবর, কষ্টিপাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ওই মন্দিরের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বক্ষণ সেখানে থাকছেন একজন অফিসার ও তিনজন সশস্ত্র কনস্টেবল। বড়মার মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তাঁরাই আপাতত সামলাচ্ছেন। ২৪ ঘণ্টার জন্য পুলিশ ক্যাম্প বসানো হয়েছে মন্দিরের বাইরেই। কিন্তু তাতেও গয়না নিয়ে চিন্তা কমছে না কমিটির কর্মকর্তাদের।
ইতিমধ্যে মন্দির কমিটি এই বিষয়ে ব্যারাকপুর থানা এবং ব্যারাকপুর কমিশনারেটের কাছে সাহায্যের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে। সূত্রের খবর, বড়মার মন্দিরের নিরাপত্তার জন্য নৈহাটি থানার তরফে মন্দিরের বাইরে একটি আলাদা আউটপোস্ট তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে সেই জন্য প্রয়োজন রাজ্য স্বরাষ্ট্র দফতরের অনুমতি। সেই আবেদন এরমধ্যে সেরে ফেলেছে মন্দির কর্তৃপক্ষ। এখন দেখার, বড়মার গয়নার নিরাপত্তার জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা নেয়।