শেষ আপডেট: 17th October 2024 19:15
দ্য ওয়াল ব্য়ুরো, নদিয়া: কৃষ্ণনগরে ছাত্রীর দেহ ময়নাতদন্ত হয় বৃহস্পতিবার। এরপরেই বিস্ফোরক দাবি করলেন বিশেষজ্ঞরা। চিকিৎকদের দাবি, তাঁরা দেহের ক্ষত পরীক্ষা করেছেন। সেখানে থেকে তাঁদের অনুমান ছাত্রীর দেহে আগুন মৃত্যুর আগেই ধরানো হয়েছিল। তবে ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ প্রাথমিকভাবে তাঁরা খারিজ করে দিয়েছেন। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
কৃষ্ণনগরের মহিলা পরিচালিত একটি পুজো প্যান্ডেলের সামনে। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে রয়েছে পুলিশ সুপারের দফতর। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে ওই ছাত্রীকে অ্যাসিড ঢেলে পোড়ানো হয়েছে। বৃহস্পতিবার সেখানে পৌঁছেছিলন পুলিশের একটি ফরেন্সিক দল। তাঁরা ঘটনাস্থল থেকে একটি খালি বোতল ও একটি দেশলাই পেয়েছে।
এদিকে ময়নাতদন্তকারী ডাক্তাররা জানিয়েছেন, প্রাথমিকভাবে পরীক্ষা অনুযায়ী স্কুল ছাত্রীর দেহে আগুন ধরানো হয়েছিল। মৃত্যুর আগেই তার দেহে আগুন ধরানো হয়েছিল। গণধর্ষণের করে খুনের কথা তাঁরা প্রাথমিকভাবে খারিজ করেছেন। তাঁরা বলছেন, ধর্ষণের কোনও প্রমাণ তাঁরা পাননি। কৃষ্ণনগরের ওই ছাত্রী নিজেই নিজের গায়ে আগুন ধরিয়েছেন কিনা, সেদিকটি খতিয়ে দেখছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।
পরিবারের দাবি, মেনে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। এদিন কল্যানী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন মৃতার আত্মীয়রা।
বুধবার ঘটনাটি সামনে আসার পরে রাহুল বসু নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মৃত ছাত্রীর প্রেমিক। বিয়ের কথা চলছিল তাঁদের। ছাত্রীর পরিবারের অভিযোগ, রাহুল ও তাঁর দুই বন্ধু মিলে মেয়েকে ধর্ষণ করে খুন করে খুন করেছে। ছাত্রীর মা দাবি করেছিলেন, ঘটনার দিন রাহুলের সঙ্গে পিৎজা খেতে বেরিয়েছিল তাঁর মেয়ে। এরপরে বাড়ি ফেরেনি। তার পরে তাঁর অর্ধনগ্ন অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। এদিকে অভিযুক্তের মা-বাবাকে আটক করা হয়েছিল। সেখানে ওই যুবকের মায়ের দাবি, ছেলে সিনেমা দেখে সেদিন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে।
ইতিমধ্যে এই ঘটনা ছাত্রীর পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তাঁরা রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না। যদিও কৃষ্ণনগরের পুলিশ মৃতের পরিবারকে সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছে। এই ঘটনার তদন্ত করছে পুলিশ বিশেষ প্রতিনিধি দল। বৃহস্পতিবারই অভিযুক্ত রাহুলকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ তাঁকে ৭দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।