শেষ আপডেট: 13th August 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: চাকরির টোপ দিয়ে সারারাত আটকে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল নওদায়। মঙ্গলবার এঘটনা সামনে আসতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। দোষীর ফাঁসি চাইলেন বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নওদা পুলিশের প্রতি কোনও ভরসাই রাখতে পারছেন না গ্রামের মানুষ। তাঁদের দাবি, এই ঘটনার সিবিআই তদন্ত চান তাঁরা।
স্থানীয়রা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব রায় ওরফে ছোটকা। সে নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। এলাকায় দলবল নিয়ে দাদাগিরি করে বেড়ায় সে বলে অভিযোগ বাসিন্দাদের। জানা গিয়েছে, নওদার আমতলা এলাকার এক তরুণীকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে পাঠিয়ে ছিল সঞ্জীব। সেখানে সারারাত বাড়ির মধ্যে আটকে রেখে ওই তরুণী উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ও তাঁর দলবল। তরুণী গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার সকালে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নওদা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত এখন জেল হেফাজত রয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, সঞ্জীব রাজনৈতিক যোগ খাটিয়ে এলাকায় দাদাগিরি চালায়। থানায়ও প্রভাব রয়েছে তার। এর আগেও ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। কিন্তু সেই মামলাগুলিতেও প্রভাব খাটিয়ে ছাড়া পেয়ে বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়ায় সঞ্জীব। কিন্তু তা সত্বেও প্রশাসন চুপ থাকে।
গ্রামবাসীদের কথায়, "সঞ্জীব এই ঘটনাতেও প্রভাব খাটিয়ে ছাড় পেয়ে যাবে। আবার সে গ্রামে এসে সন্ত্রাস ছড়াবে। তাই নওদা পুলিশের উপর তাঁদের কোনও আস্থা নেই। এই ঘটনার সিবিআই তদন্ত হোক। দোষীর ফাঁসি হোক।"
এদিন আমতলা গ্রামে বিক্ষোভের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে কিন্তু গ্রামবাসীরা পুলিশের কথা মানতে চায়নি। পরে বিশাল পুলিশ বাহিনীকে ডেকে পাঠানো হয়। বাধ্য হয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নিতে বাধ্য হন। পুলিশ তাঁদের দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রতিশ্রুতি দিয়েছে।