শেষ আপডেট: 11th September 2024 12:20
দ্য় ওয়াল ব্যুরো,মুর্শিদাবাদ: বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে বুধবার সকালে তুমুল শোরগোল পড়ল কান্দি মহকুমা হাসপাতালে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, বীরভূম জেলার ময়ুরেশ্বর থানার কুনুটিয়া এলাকার বাসিন্দা আবিদা সুলতানাকে (৩০) মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল তাঁর। অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তবে একেবারেই প্রাথমিক পর্যায়ে। তাঁর বাড়ির লোকজন জানান,মঙ্গলবার পেটে তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। উপায়ান্তর না দেখে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁরা।
কিন্তু তাঁদের অভিযোগ, হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও কোনও চিকিৎসাই করা হয়নি তাঁর। বরং নার্সরা খুবই দুর্ব্যবহার করেন। সারারাত খুবই কষ্ট পেয়েছেন আবিদা। বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর। আবিদার মৃত্যুর খবর পেয়েই কান্দি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের বাইরে ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের লোকজন। কেন মৃত্যু, তার কারণ অনুসন্ধানের পাশাপাশি নার্সের শাস্তির দাবিতেও সরব হন পরিবারের লোকজন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় কান্দি থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।