শেষ আপডেট: 22nd October 2024 11:48
দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: আরজি কর কাণ্ডের পর সিভিক নিয়োগ নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, তখনই দুই সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন এক যুবক।
শান্তিপুর থানার ফুলিয়া ফাঁড়ির পুলিশ ২০ তারিখ রাতে খবর পায় ফুলিয়া এলাকার বাসিন্দা এক যুবক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোনও ভুল পদক্ষেপ করতে চলেছেন। এর পরই ফুলিয়া ফাঁড়িতে কর্মরত দুই সিভিককে বিষয়টি দেখতে পাঠান ফুলিয়া ফাঁড়ির পুলিশ। ওই দুই সিভিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘরের দরজা বন্ধ। জানলা দিয়ে দেখতে পান সিলিং থেকে ঝুলছেন এক যুবক। উপস্থিত বুদ্ধি খাটিয়ে তড়িঘড়ি দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। ওই যুবককে অচৈতন্য অবস্থায় ফাঁস মুক্ত করেন। এরপর বুকে পাম্প করে ও মাউথ ব্রিথিং পদ্ধতি অবলম্বন করে জ্ঞান ফিরিয়ে আনেন তাঁর।
এরপরেই সময় নষ্ট না করে ওই যুবককে প্রথমে ফুলিয়া হাসপাতাল ও পরে রানাঘাট হাসপাতালে নিয়ে যান তাঁরা। এখন তিনি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আরজি কর কাণ্ডের পর বারবারই প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা। তাঁদের বিরুদ্ধে উঠে এসেছে একাধিক অভিযোগ। কারণ আরজি করের ডাক্তারির ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। ফলে গোটা রাজ্যের মানুষের মনে তাঁদের সম্পর্কে একটা বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে।
শান্তিপুরে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার এই ঘটনা জানাজানি হতেই তাই শোরগোল পড়ল। মানবিকতার এই নজিরে সিভিক ভলান্টিয়ারদের প্রতি মানুষের ক্ষোভ কিছুটা হলেও কমবে বলে মনে করছে পুলিশ।