নদিয়ায় তৃণমূল (Nadia TMC) পার্টি অফিসে কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাকেশ পাড়ুই (Reksh Parui)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেবেলা। পুলিশের প্রাথমিক অনুমান কাউন্সিলর আত্মঘাতী হয়েছেন।
মৃত তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুই
শেষ আপডেট: 22 May 2025 21:02
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ায় তৃণমূল (Nadia TMC) পার্টি অফিসে কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম রাকেশ পাড়ুই (Reksh Parui)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেবেলা। পুলিশের প্রাথমিক অনুমান কাউন্সিলর (TMC Councilor Suicide) আত্মঘাতী হয়েছেন।
জানা গিয়েছে, হরিণঘাটা (Haringhata) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পাড়ুই মোহনপুরে তাঁর দলীয় দফতরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোক ও দলের কর্মীরা পুলিশে খবর দেন। তড়িঘড়ি হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কী কারণে এই আত্মহত্যা তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।