Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Nandigram

ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের নালিশ, বড়দিনের রাতে তেতে উঠল নন্দীগ্রাম

নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষুই। খুনের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

ফের তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের নালিশ, বড়দিনের রাতে তেতে উঠল নন্দীগ্রাম

নন্দীগ্রামের বৃন্দাবনচকে উত্তেজনা

শেষ আপডেট: 26 December 2024 06:34

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে ফের তৃণমূল কর্মী খুন। বড়দিনের রাতে ওই তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নিহত কর্মীর নাম মহাদেব বিষুই। অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবনচকে। ২৫শে ডিসেম্বর বৃন্দাবন চকে পিকনিক করছিলেন বিজেপির বেশ কয়েকজন নেতা-কর্মী। অভিযোগ, তাঁদেরই কয়েক জন বৃন্দাবনচক গ্রামের মহাদেব বিষুই নামের এক তৃণমূল কর্মীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে ফেলে দিয়ে যায়। 

মহাদেবের পরিবারের অভিযোগ, এর আগেও তাঁকে খুনের হুমকি দিয়েছিল বিজেপি। বুধবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর খুনের ঘটনা ঘটায় তৃণমূল নেতৃত্ব উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। 

এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা সাহেব দাস, ভোলানাথ কামিলা, অনুপ মাইতি সহ একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ খুনের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। চলতি মাসেই ধারালো অস্ত্র দিয়ে নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। ফের পিটিয়ে খুনের অভিযোগ উঠল। যদিও বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে।


ভিডিও স্টোরি