শেষ আপডেট: 3rd November 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মদ কেনার টাকা না পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেরানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূল কর্মী হিসেবেই পাড়ায় তার পরিচিতি। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ল নদিয়ার ভীমপুরে। টাকা না পেয়ে প্রতিবেশীকে মারধর করার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, আক্রান্ত ওই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হওয়ায় রেগে গিয়ে সে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়ে প্রাণে মারার হুমকি দেয়।
শনিবার রাতে ঘটনাটি ঘটে ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের নাইকুড়া বাজারে। ওই এলাকার বাসিন্দা সুজিত বাগের অভিযোগ, বিকালে তাঁর প্রতিবেশী হিরণ বিশ্বাস সহ বেশ কয়েকজন তার কাছে মদ কেনার টাকা চায়। তিনি দিতে অস্বীকার করায় তারা তাঁকে বাজারের মধ্যে ফেলে বেধড়ক মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। হিরণ এলাকার পরিচিত তৃণমূল কর্মী।
পরবর্তীতে ভীমপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত। তিনি জানান, থানায় অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পর রাতের দিকে বাড়ির সামনে হিরণ বিশ্বাস আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিতে থাকে এবং কেস তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। প্রকাশ্যে তৃণমূল কর্মীকে আগ্নেয়াস্ত্র নিয়ে হম্বিতম্বি করতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশকে ফোন করে বিষয়টি জানান তাঁরা। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি পেল ওই তৃণমূল কর্মী তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। রবিবারই আদালতে পেশ করা হয় তাকে।