শেষ আপডেট: 8th November 2024 20:19
দ্য ওয়াল ব্য়ুরো, বাঁকুড়া: স্কুলের জমি দখল করে পার্টি অফিস! এমন অভিযোগ উঠল মুর্শিদাবাদে। অস্বস্তিতে শাসকদল তৃণমূল। অভিযোগ, অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা।
স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য থেকে স্থানীয় ব্যক্তির অভিযোগ, খাতায় কলমে ওই জমি এখনও স্কুলের। মূল গেটের পাশে স্কুলের ফাঁকা জমিতেই গড়ে উঠেছে ঝাঁ চকচকে তৃণমূলের দলীয় কার্যালয়। এমনকী বিধায়কের উপস্থিতিতেই উদ্বোধন হয়েছিল কার্যালয়টির। এই ঘটনা সমালোচনার ঝড় উঠেছে মুর্শিদাবাদের রানিনগর বিধানসভা ডোমকলের ধুলাউড়ি অঞ্চলে। সেখানের রাধাকান্তপুর এসএম মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের বাইরে তৃণমূল একটি কার্যালয় গড়ে তোলা হয়েছে। আর সেটি নিয়ে এখন এলাকায় বিতর্ক তুঙ্গে।
স্থানীয় তৃণমূল কর্মী আনিসুর আলির দাবি, স্কুলের পাঁচিলের বাইরে ফাঁকা জায়গায় পড়েছিল। সেখানে জঞ্জাল ফেলত সাধারণ মানুষ। ফলে জায়গাটি নোংরা অবস্থায় পড়েছিল। তাই ওই জায়গা পরিষ্কার করে পার্টি অফিস তৈরি করা হয়েছে। এতে কারও সমস্যা হওয়ার কথা নয়। যদি তেমন সমস্যা হয় তাহলে পার্টি অফিস ভেঙে দেওয়া হবে।
রানিনগরের তৃণমূল বিধায়ক সমীক হোসেনের দাবি, জোর করে সেখানে পার্টি অফিস তৈরি হয়েছে এটা ভুল কথা। স্কুলের বাউন্ডারি ওয়াল যখন তৈরি হয়েছিল, বাইরে দিকে খানিকটা অংশ ফাঁকা থেকে যায়। স্য়ারেরা তখন দলীয় কার্যালয় তৈরির জন্য অনুমতি দিয়েছিলেন। তাই সেখানে কার্যালয় তৈরি করা হয়েছে। যদিও স্থানীয় একাংশের দাবি, স্কুলের জায়গা দখল করেই পার্টি অফিস তৈরি হয়েছে।
বিরোধীদের প্রশ্ন, স্কুলের জায়গা দখল করে নির্মাণ করা যায় না। তাহলে শাসকদল কীভাবে ওই কার্যালয় তৈরি করল।