শেষ আপডেট: 12th January 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এবার সুতির সীমান্তবর্তী এলাকায় জাল আধার তৈরির চক্র সক্রিয়। ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ সীমান্তবর্তী এলাকা নুরপুর, সহ বেশ কিছুই জায়গায় অভিযান চালিয়েছিল। গোপনে হানা দিয়ে আকবর আলি, মনোজ কুমার মণ্ডল ও ইসমাইল শেখ নামে তিন জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশি কিছু নথি উদ্ধার হয়েছে।
অভিযোগ, ধৃত এই তিনজন বেশ কয়েকমাস ধরেই চক্র আধার কার্ড তৈরির কাজ করছিল। গোপন সূত্রে থেকে পুলিশ এই তিন জনের বিষয়ে জানতে পারে। এরপর থেকে তাদের উপর নজর রাখতে শুরু করেন। বিষয়টি নিশ্চিত হতেই তাদের ডেরায় হানা দেয়। সেই সময়ে ওই তিনজন হাতেনাতে ধরা পড়ে যায়। শুধু তাই নয়, বেশি কিছু নথি সহ আধার ও প্যান কার্ড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের সকলের বাড়ি সুতি থানা এলাকায়। ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই তিনজনকে জেরা করা হয়েছে। রবিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।