শেষ আপডেট: 29th January 2025 17:33
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ট্যাবকাণ্ডে পুলিশের জালে উত্তর দিনাজপুরের মাঝিয়ালি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মহম্মদ মোফতাজুল ইসলাম। বুধবার দুপুরে ইসলামপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ট্যাব কেলেঙ্কারিতে তিনিই মূল চক্রী বলে পুলিশের অনুমান। দীর্ঘ দিন ধরে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিআইডি তাঁর খোঁজ চালাচ্ছিল। কিন্তু অধরাই থেকে গিয়েছিলেন তিনি। অবশেষে খোঁজ মিলল তাঁর।
পুলিশ জানতে পেরেছে, প্রায় ১০ বছর ধরে মাঝিয়ালি হাইস্কুলে পড়াচ্ছেন মোফতাজুল। ২০২২ সালে ওই স্কুলের প্রধানশিক্ষক অবসর নিলে তিনিই অন্তর্বর্তিকালীন প্রধানশিক্ষকের দায়িত্ব পান। স্কুলের পোর্টাল তিনিই সামলাতেন। গত বছরের শেষের দিকে, ট্যাব দুর্নীতি নিয়ে চারদিকে যখন শোরগোল সেইসময় নেপাল সীমান্তে বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। পরে ফিরে আসেন ইসলামপুরে। খবর পেয়েই পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়ে পাকড়াও করে তাঁকে।
তদন্তকারীদের দাবি, ট্যাবের টাকা নয়ছয়ের অন্যতম মূলচক্রী এই মোফতাজুল। নিজের স্কুল থেকে দুর্নীতি শুরু করে বিভিন্ন রাজ্যে জাল বিস্তার করেছিলেন। রাজ্যের যতগুলি স্কুলে ট্যাব দুর্নীতি হয়েছে, সবগুলিতেই অভিযুক্তের তালিকায় নাম ছিল মোফতাজুলের।
রাজ্যের সরকারি স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেছিল সরকার। এই প্রকল্পে পড়াশোনার জন্য ট্যাব কিনতে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের। আর দুর্নীতির হদিশ মেলে সেখানেই। এ বছর অনেক ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যায়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে বড়সড় চক্রের হদিস পায় পুলিশ। জানতে পারে গোটা রাজ্য়জুড়ে সক্রিয় ছিল এই দুর্নীতি চক্র। এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই কাণ্ডেই গ্রেফতার হলেন স্কুলের প্রধান শিক্ষক।