শেষ আপডেট: 29th January 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিভাগীয় প্রধানের সঙ্গে ছাত্রের বিয়ের ছবিকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল নদিয়ার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে। ক্লাসরুমের ভিতরেই তোলা হয়েছে বিয়ের ছবি।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই বিয়ে প্রজেক্টের অঙ্গ বলে দাবি করেছেন বিভাগীয় প্রধান। কিন্তু কোন প্রজেক্টের জন্য এই ধরণের বিয়ের রীতিনীতির ভিডিও তোলা দরকার হল, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়। তাই তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের প্যাডে উঠে এসেছে দুজনে দুজনকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন সাক্ষী সমেত। সমস্ত কিছুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে এসেছে। সেই ভিডিও হাতে এসেছে দ্য ওয়ালেরও।
ঘটনা জানাজানি হওয়ার পরেই তদন্ত কমিটি বসে ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হয়েছে। একটি প্যাডে দেখা যাচ্ছে ১৬ই জানুয়ারি একেবারে ক্লাসরুমের মধ্যেই মালাবদল থেকে শুরু করে অন্যান্য নিয়ম রীতি পালন করা হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি বিভাগীয় প্রধানও। সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রীরাও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। উপাচার্য বলেন, “প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন, এটা তাঁদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।”