শেষ আপডেট: 12th November 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি করার জন্য মাটি খুঁড়তেই উদ্ধার হল মানুষের কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দয়ারপাড়ায়।
জানা যাচ্ছে, মঙ্গলবার রাজমিস্ত্রিরা যখন গর্ত খুঁড়ছিলেন, তখনই মাটির নীচ থেকে মানুষের একটি আস্ত কঙ্কাল বেরিয়ে আসে। রানাঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা বলছে, নদিয়ার পায়রাডাঙ্গা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন। তারই কাজ চলছিল। রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকন।
এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয়। তবে কোথা থেকে এই কঙ্কাল তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। জানা যাচ্ছে ইতিমধ্যে ওই জমির মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জমির আগের মালিকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে নিউটাউনের একটি বাড়ি থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায় কঙ্কালটি যাঁর, তিনি অন্তত দু’বছর আগে মারা গিয়েছেন।