শেষ আপডেট: 4th January 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো: বিসর্জনের শোভাযাত্রা থেকে বাড়ি ফেরার সময় শুটআউট! মালদহের পর ফের গুলি চলল মুর্শিদাবাদে। ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর।
অভিযোগ, শনিবার বিকেলে তারা মায়ের বিসর্জন উপলক্ষে মুর্শিদাবাদের নওদার সর্বাঙ্গপুর এলাকায় একটি শোভাযাত্রা বেরিয়েছিল। অভিযোগ, সেখান থেকে সে সময় একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আচমকা ঝামেলা বেঁধে যায় তৃণমূল কর্মীদের। সে সময় কয়েকজন দুষ্কৃতী গুলি চালাতে শুরু করলে আচমকাই যুবকের গলায় গিয়ে লাগে বলে খবর।
জানা গেছে, আহত যুবকের নাম রিন্টু বিশ্বাস। গুলি লাগার পর তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে অশান্তির সূত্রপাত তা স্পষ্ট করে জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন শোভাযাত্রা যাওয়া নিয়েই দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। গুলিবিদ্ধ যুবক নওদা থানার সর্বাঙ্গপুর গ্রামের বাসিন্দা বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
গত বৃহস্পতিবার মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের রাজ্যে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, সেদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল। তিনি ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বাইকে চেপে এসে তিন জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি দুলালের মাথার কাছে লাগে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।