নিজস্ব চিত্র
শেষ আপডেট: 3rd November 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: কান্দিতে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। মিলল কার্তুজ ও বোমাও। গোপন সূত্রে খবর পেয়ে ওই নেতার বাড়িতে শনিবার রাচতে অভিযান চালায় পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ অর্থাৎ রবিবার তোলা হয় আদালতে।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, কান্দি থানার গোকর্ণর মাদারহাটি এলাকায় তৃণমূল নেতা আলিমুল শেখের বাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই মতো শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে সেসময় ছিলেন না আলিমুল। একটি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ ও তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বাড়ি থেকেই গ্রেফতার করা হয় ইলু আহম্মদ, নাজমুল হক ও তাজমুল শেখকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত তিনজনের বাড়ি গোকর্ণ বিজয়নগর এলাকায়। তারা কান্দির কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আলিমুল শেখের বাড়িতে থাকত। আলিমুল পালিয়ে গেলেও এই তিনজনকে ধরে ফেলে পুলিশ। আজ আদালতে তুললে বিচারক তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের কাছে একটা বিরাট সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন ওই আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা বাড়িতে রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।