শেষ আপডেট: 11th March 2025 12:34
কাজল বসাক, নদিয়া
সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ব্যস্ততা। নিজেদের জীবনে হারানো রং ফিরিয়ে আনার ব্যস্ততা। দোল আসছে যে। বাজারজাত আবির নয় , নিজেদের হাতে তৈরি আবির দিয়েই বসন্ত উৎসবে মেতে উঠবেন নিরাশ্রয়ের আবাসিকরা। তারজন্য পলাশ ফুল,লেবু পাতা,নিম পাতা, পালং শাক দিয়ে তাঁরা তৈরি করছেন ভেষজ আবির।
রাজ্য সরকারের উদ্যোগে গৃহহীন মানুষদের জন্য রানাঘাটে তৈরি করা হয়েছে নিরাশ্রয় হোম। পরিচালনায় রানাঘাট পুরসভা। যেখানে রয়েছেন ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। কেউ রয়েছেন চার বছর, কেউ দু-বছর। একঘেয়ে জীবনে একটু অন্য রঙ আনতে পলাশ ফুল, নিম পাতা, লেবু পাতা, পালং শাক দিয়ে তাঁরাই তৈরি করছেন ভেষজ আবির। এই আবিরেই বসন্তের রঙে নিজেদের জীবন রাঙিয়ে তুলবেন তাঁঁরা।
বেশ কয়েক বছর ধরে এই নিরাশ্রয় হোমে রয়েছেন লতিকা দাস। তাঁর কথায়, "আমরা তো পরিবারের থেকে অনেক দূরে থাকি। তাই বড্ড একঘেয়ে আমাদের জীবন। এবার হোলির আগে থেকেই আবির তৈরি শুরু করেছি আমরা। পলাশ ফুলের আবির, নিমপাতা-লেবু পাতার আবির। আমাদের জীবনেও তো একটু রং দরকার। বেশ ভাল লাগছে এমন একটা কর্মকাণ্ডে নিজেদের জড়াতে পেরে। এই আবিরেই হোলি খেলব আমরা।"
আরেক আবাসিক নির্মল মৈত্র বলেন, "কেমিক্যাল দেওয়া আবিরে চামড়ার ক্ষতি হতে পারে। তাই ভেষজ আবির তৈরি করছি আমরা। এই আবির দিয়েই আমরা হোলি খেলব এবার। ছোট-বড় সবারই এই আবির ব্যবহার করা দরকার।"
নিরাশ্রয় হোমের দায়িত্বে থাকা সায়ক বিশ্বাস জানান, ভেষজ আবির তৈরির এই ভাবনার মূলে আছে আবাসিকদের কর্মসংস্থানের চিন্তাও। এখানে তাঁদের তৈরি আবির বিক্রি করা হবে বাইরেও। রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, পুরসভার উদ্যোগে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে নিরাশ্রয়ের তৈরি করা ভেষজ আবির ব্যবহার করা হবে। এই আবির বাজারে বিক্রি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।