শেষ আপডেট: 9th February 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীতে রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয় পুলিশ। শনিবার গভীর রাতে হালিশহরের তিন নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কুইন্ট্যাল বাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিদ্যুৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে বাড়ির মালিক দেবু খানের খোঁজ পাওয়া যায়নি। ধৃত বিদ্যুতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে।
শুক্রবার দুপুরে নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকা আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। সেই বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়। কী ভাবে সকলের অজান্তে ওই এলাকায় 'অবৈধ' কারখানা গড়ে উঠেছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে শনিবার রানাঘাট পুলিশ জেলার সুপার সানি রাজ জানান, ঘটনাস্থলে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। কোন ধরনের বিস্ফোরক সেখানে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছে, কল্যাণীর কারখানায় আতশবাজিতে কিছু বিস্ফোরক ব্যবহার হয়েছে। যা সাধারণত বাজি তৈরিতে ব্যবহার হয় না। তবে কী ধরনের বিস্ফোরক, তা চূড়ান্ত জানা যাবে ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই।
শনিবার কল্যাণীর বাজি বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (আইবি) আধিকারিকেরা। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা। সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে।