শেষ আপডেট: 11th November 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আবাস যোজনা থেকে বিধবা মহিলাদের নাম কেটে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। নিজের প্রভাব খাটিয়ে তিনি ওই কাজ করছেন বলে অভিযোগ। আবাসের তালিকায় নাম বাদ যাওয়ায় বিডিও অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
চলছে আবাসের ঘরের সার্ভে। বাসিন্দাদের অভিযোগ, তাতেই প্রভাব খাটাচ্ছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসলাম শেখ। সোমবার দুপুরে হরিহরপাড়ার রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘরের দাবিতে ব্লক অফিসে এসে বিক্ষোভ শুরু করেন বৃদ্ধা মহিলারা। ব্লক অফিসে লিখিত অভিযোগও জমা দেন। তাঁরা বলেন, "আবারও আবাসের ঘর নিয়ে দুর্নীতি শুরু হয়েছে। যাঁরা ঘর পাওয়ার যোগ্য তাঁদের বঞ্চিত করা হচ্ছে। বাড়ি-গাড়ির মালিকদের ঘর দেওয়া হচ্ছে। ইসলাম শেখের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ওই তৃণমূল নেতা। ইসলাম শেখ দাবি করেন তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, "কে ঘর পাবে, আর কে পাবে না, তা আমার উপর নির্ভর করছে না। প্রশাসনের কর্তারা বিষয়টি দেখছেন। আমার এত ক্ষমতা বা ইচ্ছে কোনটাই নেই। ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।""
পঞ্চায়েত সমিতির সভাপতি মির আলমগীরের দাবি সরকারি আধিকারিকরা সার্ভে করছেন। তাতে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই। তবে অভিযোগ জমা পড়লে তদন্ত করা হবে। তিনি বলেন, "কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, তা লিখিতভাবে জানানো হোক। প্রশাসনের পাশাপাশি আমাদের দলও তদন্ত করবে।" তবে ব্লক প্রশাসনের দাবি, আগের তালিকা অনুযায়ী সার্ভে হবে। এখানে কারও কোনও প্রভাব চলবে না। এদিকে গ্রামবাসীদের অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আবাসের দুর্নীতি নিয়ে শাসক দল বিঁধছেন বিরোধীরা।