শেষ আপডেট: 22nd October 2024 16:42
দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল হিজুলি রঘুনাথপুর ২ পঞ্চায়েত এলাকায়।
রানাঘাট দু নম্বর ব্লকের রঘুনাথপুর হিজুলি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা সরকার। মঙ্গলবার সকালে তাঁর দফতরের সামনে মহিলা প্রধান ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে পোস্টার দেখেন স্থানীয় বাসিন্দারা। আর এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে পঞ্চায়েত অফিসে কোনও সিসি ক্যামেরা না থাকায় কাউকে এখনও চিহ্নিত করা যায়নি।
দীর্ঘদিন তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েত গত নির্বাচনে দখলে করে বিজেপি। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, এতদিন সমাজবিরোধীরা তাদের ইচ্ছেমতো দুর্নীতি ও অসামাজিক কাজকর্ম করত। বিজেপি বোর্ড দখল করার পর তারা বাধা পাচ্ছে। আর সেই কারণেই হুমকি। তিনি বলেন, "দুর্নীতি করা যাচ্ছে না বলে মরিয়া হয়ে উঠেছে সমাজবিরোধীরা। তাই রাতের অন্ধকারে চুপি চুপি এই হুমকি পোস্টার লাগিয়েছে। আমাকে ও আমার গোটা পরিবারকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।"
মঙ্গলবার ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হিজুলি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।