শেষ আপডেট: 11th April 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত হল মুর্শিদাবাদ। সুতি থানার সাজুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি নিয়ে ধেয়ে যায় পুলিশ। দুপুর আড়াইটা নাগাদ মুর্শিদাবাদের লালগোলাতেও ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামেন মানুষ। মানিকচক থেকে যশইতলা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল শুরু হয় জাতীয় পতাকা হাতে নিয়ে। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন লালগোলার অন্তর্গত আইড়মাড়ি অঞ্চলের তিনটি গ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষ। মোদী ও অমিত শাহর কুশপুতুল দাহ করে তারা।
এদিকে শুক্রবার দুপুরে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে সাজুর মোড়ে জাতীয় সড়কের ওপর বিক্ষোভ করতে গেলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। তখনই পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে আন্দোলনকারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করে।
পুরো ঘটনায় ১০ জনেরও বেশি পুলিশ কর্মী এবং একাধিক আন্দোলনকারীও আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। আহত পুলিশ কর্মীরা জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও ধুলিয়ানের বেসরকারি হাসপাতালে ভর্তি। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশ বাহিনী পথে নেমেছে।
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারও উত্তাল হয়ে উঠেছিল জঙ্গিপুর। রঘুনাথগঞ্জের ওমরপুরে মিছিল করে জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দেওয়ায় বেঁধে যায় হুলস্থুল। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে জনতা। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত হন।
প্রাথমিকভাবে পুলিশ পিছু হটলেও পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং-মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেয় প্রশাসন। এর পাশাপাশি আজ শুক্রবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কেউ যাতে গুজব না ছড়ান, সেই আর্জিও জানিয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে রঘুনাথগঞ্জে জারি করা হয়েছে ১৬৩ ধারা। ইন্টারনেট পরিষেবার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে কেবল পরিষেবাও। টিভি দেখতে না পেরে সমস্যায় পড়েন স্থানীয় মানুষজন।