শেষ আপডেট: 30th October 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কল্যাণীতে গণধর্ষণের অভিযোগ। স্বামীর সঙ্গে যাওয়ার সময় এক তরুণী বধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নীচে ঘটনাটি ঘটে। বুধবার ভোরে স্বামী-স্ত্রী কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতু দিয়ে যাচ্ছিলেন। তখন কয়েকজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। ওই বধূকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে রেলসেতুর নীচে নিয়ে ধর্ষণ করে। ওই বধূর আর্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দাদের আসতে দেখে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।
কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বধূ ও তার পরিবার। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। কাঁচড়াপাড়া থেকে গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় আরও চারজনকে। ধৃতদের এদিন আদালতে পেশ করে হেফাজতে নেয় পুলিশ।
গণধর্ষণের অভিযোগের তদন্তে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম। তিন সদস্যের দলটি এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন। ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ জানান, প্রত্যেকটি নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশের তদন্ত রিপোর্টের সঙ্গে এই রিপোর্ট যুক্ত হবে।
আরজি কর কাণ্ডের রেশ কাটেনি এখনও। সরকারি হাসপাতালের ভিতর ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। দোষীর কড়া শাস্তির দাবিতে আন্দোলন চলছে এখনও। তারমধ্যে এবার গণধর্ষণের অভিযোগে উত্তাল হল নদিয়া।