শেষ আপডেট: 19th January 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ডোমকলে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
গত বুধবার ডোমকলের আলিনগর ঘাটপাড়া এলাকায় পুলিশকে মেরে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে প্রাক্তন তৃণমূলের প্রধানের স্বামীর নাম। তাকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। ডোমকলের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম হাফিজুল সেখ।
ডোমকলের আলিনগর ঘাটপাড়ার ঘটনায় পুলিশকে জখম করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত হাফিজুল। শনিবার রাতে ডোমকল এলাকার তাঁরই আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ। অপরদিকে ফেরার আসামী রানা সেখের খোঁজে তল্লাশিতে ওয়াকিবহাল রয়েছে পুলিশ।