শেষ আপডেট: 25th January 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এদিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে এসে ঠেকেছে। কুয়াশারা জেরেই বড় দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। মৃত্যু হয়েছে এক ভিলেজ পুলিশের এবং দুই সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত।
মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সামলাচ্ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার এবং অভি ঘোষ নামের এক ভিলেজ পুলিশ। আচমকাই একটি দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, মৃত ভিলেজ পুলিশ চাকার তলায় পিষে গেছিলেন। বাকি দুজন ছিটকে পড়েন।
স্থানীয় সূত্রে খবর, ঘন কুয়াশার জেরে এমনিতেই দৃশ্যমানতা কম ছিল। তার মধ্যে ওই লরিটি মাত্রাতিরিক্ত গতিতে আসছিল। কুয়াশার কারণেই রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজনকে দেখতে পাননি চালক বা খালাসি কেউই। ফলত এই দুর্ঘটনা। পুলিশ ঘাতক লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। আর ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, শনিবার সকাল থেকে ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। তবে রবিবার থেকে কুয়াশা অনেকটা কমবে।