শেষ আপডেট: 3rd December 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মেলায় ঘুরতে এসে প্রাক্তন প্রেমিকের হামলার মুখে পড়লেন নবদম্পতি। প্রেমিকের ছুরির কোপে রক্তাক্ত হলেন স্বামী-স্ত্রী। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে।
কৃষ্ণনগর কোতোয়ালি থানার পানিনালা এলাকায় মেলা বসেছে। সেই মেলা দেখতে এসেই ভয়ঙ্কর হামলার মুখে পড়লেন এক দম্পতি। কিছুদিন আগেই বিয়ে হয়েছে তাঁদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগে থেকে অভিযুক্ত তাপস প্রামাণিকের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু অন্য জায়গায় তাঁর বিয়ে হয়ে যায়। সেই থেকেই প্রতিহিংসাপরায়ন হয়ে উঠেছিল তাপস। সোমবার রাতে কৃষ্ণনগরের পানিনালা এলাকায় একটি মেলায় স্বামী-স্ত্রীকে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়ে সে।
পুলিশসূত্রে জানা গেছে, মেলার মাঠে একটি খাবারের দোকানে বসেছিলেন তাঁরা। ঠিক সেই সময় তাপস প্রামাণিক নামে ওই যুবক এসে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ওই দম্পতিকে। মেলার ভিড়ে এমন কাণ্ডে হতচকিত হয়ে পড়েন আশেপাশে থাকা মানুষজন। আতঙ্কে ছিটকে সরে যান এদিক ওদিকে।
পরে তাঁরাই গুরুতর আহত অবস্থায় দুজনকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার সকালে আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযুক্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।