শেষ আপডেট: 4th January 2025 16:45
'আমার বুকের মধ্যে ছটফটানি। রাতে খাওয়া-দাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। পাগলের মতো চিৎকার করতে থাকি ঘরে বসে বসে। ভুলু বাবা ভুলু বাবা বলে ডাকি... কোথাও পাচ্ছি না ওকে।' হাউহাউ করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন বীরনগরের নির্মল বিশ্বাস।
গত কয়েকদিন ধরে নাওয়া-খাওয়া ভুলে একমাত্র পোষ্য 'ভুলু'র জন্য চোখের জল ফেলছেন তিনি। বীরনগর স্টেশনে একটি ফলের দোকান রয়েছে নির্মলের। সেখান থেকে যে অর্থ উপার্জন করেন তার বেশিরভাগটাই খরচ করেন পোষ্যদের জন্য।
দেখুন ভিডিও
বেড়ালদের যাতে খাবারের অসুবিধা না হয় তার জন্য বাড়িতে তৈরি করা রয়েছে একটি বড় মাপের চৌবাচ্চা। যেখানে জ্যান্ত মাছ এনে রাখেন। রাত বারোটা হোক বা একটা, এখান থেকে মাছ তুলে বেড়ালদের জন্য মাছ ভেজে দেন। সেই পশুপ্রেমিক মানুষটি তাঁর প্রিয় 'ভুলু'কে খুঁজে পান, সেটাই চাইছেন গোটা বীরনগরের মানুষ।
নির্মলবাবুর প্রিয় একটি সাদা বেড়াল হারিয়ে গেছে। তারপর থেকেই ঘুম গিয়েছে। দু'সপ্তাহ ধরে হেঁটে ঘুরে বেড়ালের খোঁজ না পেয়ে টোটোতে মাইক লাগিয়ে শুরু করেছেন প্রচার। ছুটছেন জ্যোতিষী ও তান্ত্রিকের কাছে। যিনি বেড়ালের খোঁজ দিতে পারবেন তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন তিনি।
ফল বিক্রেতার এই পশুপ্রেম এলাকার মানুষ জানেন। তাই তাঁরাও সহানুভূতিশীল। নির্মলবাবুর পোষ্যপ্রেম নাড়িয়ে দিয়েছে স্থানীয় কাউন্সিলরকেও। নির্মলবাবুর এখন একটাই আবেদন, কেউ যদি 'ভুলু'র খোঁজ পেয়ে থাকেন বা তাকে নিয়ে থাকেন যেন ফেরত এনে দেন।