টিউবওয়েল বসানোর নিয়ে গন্ডগোল, গুলিবিদ্ধ ২ সিপিএম সমর্থক-প্রতীকী
শেষ আপডেট: 19th September 2024 12:17
দ্য ওয়াল ব্য়ুরো, নদিয়া: টিউবওয়েল বসানোর নিয়ে সংঘর্ষ। তার জেরে চলল গুলি!। বুধরাতে গুলিবিদ্ধ হলেন সিপিএমের দুই সমর্থক। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার কালীগঞ্জে পালিতবেগিয়া গ্রামে। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিকে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, এলাকার বাসিন্দা সাজ্জাদ মল্লিক সিপিএমের সমর্থক। তাঁর বাড়ির সামনে পঞ্চায়েতের উদ্যোগে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য শামিম আহমেদ আপত্তি করেন। এতে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, শামিম আহমেদ দলবল নিয়ে সাজ্জাদের উপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে দুপক্ষের মধ্যে কাটাকাটি হচ্ছিল। তারপরেই পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে যায়। এতে তুমুল উত্তেজনা ছড়ায়। সেই সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ হন দুই সিপিএম সমর্থক। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁরা হাসপাতালেই চিকিৎসাধীন।
বুধবার রাতের খবর পেয়ে ঘটনাস্থলে গেছিল। তখনও তেতে ছিল এলাকা। পুলিশ গিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। থমথমে রয়েছে এলাকা। সারারাত পুলিশ সেখানে টহল দিয়েছে। বৃহস্পতিবার সকালেই পুলিশি নজরদারি চলছে।