শেষ আপডেট: 19th September 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে। মায়ের গর্ভের মৃত্যু হল সন্তানের। এই ঘটনাকে কেন্দ্র করে তেতে উঠল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতির বিভাগ।
নবদ্বীপ ১ নম্বর গৌরাঙ্গ কলোনি এলাকায় বাসিন্দা রিমা বিশ্বাস দাস। কিছু সমস্যা হওয়ায় রিমা শনিবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে কর্তব্যরত ডাক্তারবাবু পরীক্ষা করে জানিয়েছিলেন, মা ও গর্ভস্থসন্তান দুজনেরই সুস্থ রয়েছে। বুধবার রাতে ওই প্রসূতির পরিবারকে জানানো হয়, গর্ভস্থ শিশুটি মারা গিয়েছে। দ্রুত ওই প্রসূতির সিজার করতে হবে। এরপরেই উত্তেজিত হয়ে ওঠেন প্রসূতির পরিবার। হাসপাতালের মধ্যেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে দেখে পাঠায়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে প্রসূতির পরিবার নবদ্বীপ থানায় এব্যাপারে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
পরিবারের অভিযোগ, হাসপাতালে প্রসূতিকে ভর্তি করা হলে কোনও চিকিৎসাই করেননি ডাক্তারবাবুরা। তাদের গাফিলতিতেই গর্ভস্থ সন্তানেক মৃত্যু হয়েছে। গর্ভাবস্থায় সন্তানের মৃত্যু হওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন ওই প্রসূতি। তাঁর বক্তব্য, গর্ভস্থ সন্তান ভাল আছে বলে জানিয়েছিলেন ডাক্তারবাবু। তাহলে হঠাৎ এই ঘটনা কীভাবে ঘটল।