শেষ আপডেট: 7th February 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ঘটনায় প্রাণ গিয়েছে চার জনের। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। সকলেই মহিলা। এবার তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে দিল নবান্ন।
শক্রবার দুপুরে রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে চার জনের মৃত্যু হয়েছে তাঁদের নাম বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহা। এক মহিলা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম উজ্জ্বলা ভুঁইয়া।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই দোকানে আতসবাজি বিক্রির অনুমতি ছিল ঠিকই। কিন্তু দোকানের আড়ালেই অবৈধ ভাবে বাজির কারখানা চলত। এদিকে স্থানীয় সূত্রে খবর বিস্ফোরণে জখম হয়েছেন দোকানের মালিক খোকন বিশ্বাসও। তিনি আবার হাসপাতালে না গিয়ে পালিয়েছেন।
এতদিন ধরে পুলিশ-প্রশাসনের নাকের ডগায় বসে কী করে বেআইনি কারখানা চলছিল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি বলেন, "এ রকম কিছু ঘটনা ঘটলে তখন পুলিশ ব্যবস্থা করে। পুলিশ সবটাই জানত। এর থেকেই বোঝা যায়, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।"
বস্তুত, বিস্ফোরণের ঘটনায় বেলার দিকে রিপোর্ট তলব করেছিল নবান্ন। কীভাবে এতবড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চেয়ে পাঠান রাজ্য পুলিশের ডিজি। এরপরই নবান্ন থেকে ক্ষতিপূরণ ঘোষণার খবর সামনে এল।