শেষ আপডেট: 9th April 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আবারও অশান্ত মুর্শিদাবাদ। এবার তেতে উঠল সুতি থানার আহিরণ ব্রিজ এলাকা। আহিরণে রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলছে অবরোধ।
১৪৪ ধারা জারি রয়েছে এলাকাতে। তা অমান্য করেই চলে বিক্ষোভ। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অবস্থা সামাল দিতে লাঠি নিয়ে ধাওয়া করে পুলিশ। অবস্থা সামাল দিতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
বুধবার সকালে আহিরণ হল্ট ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। তারপরেই জনতার সঙ্গে কার্যত খণ্ড যুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠেছিল জঙ্গিপুর। বিক্ষোভ মিছিল থেকেই জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দেওয়ায় বেঁধে যায় হুলস্থুল। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে জনতা। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগানো হয় একটি বেসরকারি গাড়িতেও। পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত হন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পুলিশ পিছু হটলেও পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং-মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্টত জানিয়েছে প্রশাসন। এর পাশাপাশি আগামী ১১ এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যাতে কোনও ভুল খবর বা গুজব না ছড়ান, সেই আর্জি জানিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকে আবার ঘোরাল হয়ে ওঠে পরিস্থিতি।