শেষ আপডেট: 9th February 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ি থেকে মিলল ১৭ বছরের ছেলের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় কান্দি মহকুমার বড়ঞা ব্লকের ডাকবাংলো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম মৃণাল পান। গতবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। ফলে এবছরও মাধ্যমিক পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিল সে।
মৃতের বাবা মনোহর পান জানিয়েছেন, তিনি দোকানে ছিলেন। ফিরে এসে দেখেন ছেলে ঘরের মধ্যে পাখার সঙ্গে শাড়ির ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। মনোহরের দাবি, গত বছর ছেলে মাধ্যমিক দিয়েছিল। পাশ করতে পারেনি। সোমবার মাধ্যমিক পরীক্ষা। এবারও সে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে কি না তাই নিয়ে মানসিকভাবে চাপে ছিল।
প্রতিবেশীদেরও দাবি, গতবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পেরে অবসাদে ভুগছিল মৃণাল। স্থানীয় নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ছাত্র ছিল সে। এবারও সে পরীক্ষা দিত।
ছেলেকে হারিয়ে শোকর্তা গোটা পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ। দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।