শেষ আপডেট: 8th November 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিড়ির বিক্রি করতে গেছিলেন অসমে। সেখান থেকে নিখোঁজ হয়ে যান। দুদিন ধরে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে অসমে সিলচর থেকে পাওয়া গেল সুতির নিখোঁজ বিড়ি বিক্রেতার দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। আত্মীয়দের দাবি, তাঁকে অপরহণ করে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল শেখ। ২৬ বছরের রাহুলের বাড়ি সুতির থানার লক্ষ্মীপুর অঞ্চলে খাঁপুর গ্রামে। পরিবারের স্ত্রী সন্তান ও বাবা-মা রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাইক নিয়ে রাহুল অসমে বিড়ি বিক্রি করতে গেছিলেন। ৫ নভেম্বর তাঁকে ফোন করলে সুইচ অফ আসে। তারপর থেকে রাহুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন আত্মীয়রা। উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি তাঁরা সুতি থানায় জানান। এরপরেই অসমের সিলচরের জিরিঘাট থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন রাহুলের বাবা। বৃহস্পতিবার পরিবারে লোকজন জানতে পারেন ওই এলাকায় কোনও এক জায়গায় রাহুলের দেহ পুঁতে রাখা ছিল।
প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনাস্থলের কিছুটা দূরেই রাহুলের বাইক পাওয়া যায়। সেখানে বিড়ির থলে জিনিসপত্র উদ্ধার হয়। ওই জায়গায় পুলিশ তল্লাশি চালানোর পরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় রাহুলের দেহ উদ্ধার করে।
আত্মীয়দের দাবি, ইসলামপুরে একটি বিড়ি সংস্থার সঙ্গে ব্যবসায়ীগত শত্রুতা রয়েছে। সেই কারণের রাহুলকে খুন করে সেখানে পুঁতে রাখা হতে পারে।