পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নকল নথি জমার নালিশ
শেষ আপডেট: 30th January 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পঞ্চায়েত ভোটে নকল নথি জমা করে অনগ্রসর শ্রেণির শংসাপত্র নিয়ে জিতেছেন ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। এমনই অভিযোগে বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সদস্যরা।
জেলা কংগ্রেস কমিটির সভাপতি পলাশ ভাণ্ডারী বলেন, "শাসক দলের যাঁরা এই ধরণের বেআইনি কাজ করে মানুষকে ঠকায়, তাঁদের পদ থেকে অপসারণ করতে হবে। থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্যা একইভাবে নকল জাতি শংসাপত্র দিয়ে পঞ্চায়েতে সদস্যা হয়ে ছিলেন। সেই শংসাপত্রকে চ্যালেঞ্জ করা হলে তাঁর সদস্য পদ বাতিল হয়ে যায়। থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার পদ বাতিল হলে ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান হয়েছেন তার সদস্যপদ কেন বাতিল হবে না?
তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী জানান, আইন আইনের পথে চলবে। প্রশাসন যা পদক্ষেপ করার করবে। এখানে তাঁর কিছু বলার নেই।
যদিও ঝোড়হাটের পঞ্চায়েত প্রধান সঞ্জয় অধিকারীর দাবি, তিনি কোনও বেআইনি কাজ করেননি। তাঁর দাখিল করা অনগ্রসর শ্রেণির শংসাপত্রে কোনও সমস্যা নেই। বিষয়টি নিয়ে তিনি আদালতের দারস্থ হয়েছেন। আদালতের রায় তাঁর পক্ষেই থাকবে বলে তিনি আশাবাদী।
বিজেপির নেতা শোভন ঘড়ই এর দাবি, সাঁকরাইল পঞ্চায়েত সমিতিতেও একই ধরনের অভিযোগ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই নিয়েই এখন জোট বাঁধছেন বিরোধীরা।