শেষ আপডেট: 8th September 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আরজি কর হাসপাতালে ভিতর জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আঁচ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ ও বিদেশেও ছড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যে চারদিন পরে ভাগীরথী নদী থেকে উদ্ধার হল এক নার্সিং স্টাফের দেহ। এই ঘটনা ঘিরে এখন মুর্শিদাবাদে শোরগোল পড়েছে।
বুধবার নার্সিংহোমে ডিউটিতে গিয়েছিলেন সুচিত্রা মণ্ডল নামে ওই যুবতী। ডিউটির পরে তিনি রাত পর্যন্ত বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। চারদিন পর শনিবার রাতে সাটুই এলাকার ভাগীরথী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত ওই নার্সের পরিবারের দাবি, মেয়ে বাড়িতে না ফেরায় তাঁরা ওই নার্সিংহোমে খোঁজ নিয়েছিলেন। সেখান থেকে বলা হয় ডিউটি শেষ করে বাড়ি ফিরে গেছেন ওই তরুণী।
নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে, বুধবার যখন সুচিত্রা ডিউটি করছিলেন, তখন তাঁর মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। ফলে এই মৃত্যু আত্মহত্যা না খুন, তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের পরিবার শনাক্ত করার পর দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্র থেকে জানা গিয়েছে, সুচিত্রার বাড়ি বহরমপুরের কোদালা গ্রামে। বহরমপুরের একটি নার্সিংহোমে তিনি ২ বছরের বেশি সময়ে ধরে কর্মরত ছিলেন। একটি মেস ভাড়া করে থাকতেন।
বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ডিউটি শেষ করে নার্সিংহোম থেকে বের হন। তার পর থেকেই সুচিত্রার খোঁজ মিলছিল না। পুলিশকে খবর দেওয়া হলে তদন্তে নামে বহরমপুর থানা। খোঁজ খবর নিয়ে তাঁরা জানতে পারে, ভাগীরথী নদীর ব্রিজের উপর থেকে কেউ একজন ঝাঁপ দিয়েছিলেন। ব্রিজে এক জোড়া জুতোও উদ্ধার হয়। সেই জুতো সুচিত্রার কিনা তাও যাচাই করেছিলেন মৃতার মা।
সুচিত্রার মা সোনালি মণ্ডল বলেন, “আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই। সেদিন রান্না করে ডিউটি গেছিল। সাড়ে আটটা নাগাদ ফোন করে জানায়, ডিউটি শেষ হয়েছে, মেসে ফিরছে। হেঁটে বাড়ি ফিরবে বলেছি।”
বাবা মোহনলাল মণ্ডল বলেন, “মেয়ে সারাদিন সুস্থভাবে কাজ করেছে। সুস্থভাবে নার্সিংহোম থেকে বেরিয়েছে। তাহলে কেন ব্রিজ থেকে ঝাঁপ দিতে গেল? সঠিক তদন্ত করে বের করুক পুলিশ।”
ওই নার্সিংহোমের ম্যানেজার শ্যাম অধিকারী বলেন, "৪ সেপ্টেম্বর ২টোর দিকে নার্সিংহোমে ঢুকেছিল। সারাদিন ডিউটি করেছে। একটু চাপা স্বভাবের মেয়ে। কম কথা বলত। ডিউটি শেষে স্বাভাবিকভাবে বেরিয়ে গিয়েছে। রাত এগারোটার দিকে ওর রুমমেটরা ওকে ফোন করেছিল। ফোন বন্ধ ছিল।"