শেষ আপডেট: 14th January 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গণ ইস্তফার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন নওদার ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যরা। মঙ্গলবার বহরমপুর জেলা তৃণমুল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁদের। বৈঠকে ছিলেন নওদা ব্লক তৃণমূলের সভাপতি সফিউজ্জামান সেখ সহ ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যরা।
দীর্ঘ বৈঠকের পর বেরিয়ে এসে সফিউজ্জামান জানান, দলীয় নেতৃত্ব তাঁদের কথা মন দিয়ে শুনেছেন। সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। জেলা নেতৃত্বের কথাকে সম্মান জানিয়ে আপাতত ইস্তফার সিদ্ধান্ত স্থগিত রাখছেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। তিনি বলেন, "আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। আবেগতাড়িত হয়ে ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও সদস্যরা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন তা স্থগিত রাখা হল।"
জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, "এখানে অনেক লড়াইয়ের পর তৃণমূল প্রতিষ্ঠা হয়েছে। কর্মীদের যন্ত্রণা, অভিমান, কষ্ট থাকতেই পারে। আমাদের নেতৃত্বের প্রতি কোনও অনুযোগ থাকতে পারে। আমরা সেটা সংশোধন করে নেব। আমরাও তো কর্মী।"
দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সোমবার নওদার ৯টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি গণ ইস্তফা দেন। দিন কয়েক ধরেই নওদা নিয়ে বিধায়ক শাহিনা মুমতাজ খান ও ব্লক সভাপতি সফিউজ্জামান সেখের তরজা তুঙ্গে ওঠে। নওদা ব্লক অফিসে সরকারি কর্মীকে মারধরের অভিযোগে নওদা পঞ্চায়তে সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল সেখকে গ্রেফতারের পরেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য জনপ্রতিনিধিরা। গণ ইস্তফার সিদ্ধান্ত নেন।