শেষ আপডেট: 1st January 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ২৮ কোটি টাকার ভুয়ো বিল বানিয়ে অর্থ তছরুপের অভিযোগে প্রাক্তন কাউন্সিলর বিপ্লব চক্রবর্তী-সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল মুর্শিদাবাদ পুরসভা। কিছুদিন আগেই বিভিন্ন সরকারি প্রকল্পে ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগে পাঁচ পুরকর্মীকে বরখাস্ত করা হয়েছিল। নতুন করে যে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে তাদের মধ্যে এই পাঁচজনও রয়েছে বলে জানা গেছে।
তাঁর নামে অভিযোগ দায়েরের কথা শুনেই প্রাক্তন কাউন্সিলর বিপ্লব চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, "পুর প্রশাসন বিজেপিকে শক্তিশালী করতেই এই তদন্ত করেছে। আমি তৃণমূল দলের সৈনিক এবং চেয়ারম্যান ছিলাম। আমাকে বদনাম করার জন্য এইসব করা হচ্ছে। আমি এ বিষয়ে সমস্ত কিছু আমার অভিভাবক মাননীয় সাংসদ আবু তাহের খানকে জানিয়েছি। দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।"
তবে পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর বলেন, যারা সরকারি অর্থ তছরূপ করেছে ও জনগণকে তাঁদের ন্যয্য পরিষেবা থেকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হল। পুরসভার কর্মীরা তো বটেই, ঠিকাদার সংস্থার যে সমস্ত কর্মী এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের হয়েছে। একই রাস্তা তৈরির জন্য দু-দু'বার ভুয়ো বিল বানানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।