শেষ আপডেট: 7th January 2025 19:59
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের বিস্ফোরক আখতার আলি। স্বাস্থ্য দফতরে মহিলাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। বললেন, কোনও উকিল বিনা পয়সায় তাঁর পাশে দাঁড়ালে তিনি এই মহিলাদের জন্য লড়াই করতে রাজি।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর আগেই আরজি করের দুর্নীতি নিয়ে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার আখতার আলি। আরজি কর কাণ্ডের পর সন্দীপ গ্রেফতার হতেই আখতার আলিকে ডেকে এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদও করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
সেই আখতার আলিই মঙ্গলবার অভিযোগ করেন, এখনও রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য দফতরে দুর্নীতি চলছে। স্বাস্থ্য দফতরে মহিলাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, "আমি আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলাম। তাই সন্দীপ ঘোষ সহ ৫ জন অভিযুক্ত আজ জেলে। রাজ্য এদের বিরুদ্ধে এনওসি দিচ্ছে না। তাই সিবিআই চার্জশিট দিতে পারছে না।"
তাঁর কথায় "স্বাস্থ্য দফতরে দুর্নীতি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই। তাতে যদি আমাকে চাকরি ছাড়তে হয় তাতেও আমি রাজি আছি। কোনও উকিল বিনা পয়সায় আমার পাশে দাঁড়ালে আমি লড়াই করতে রাজি আছি। আমি কোনও রাজনৈতিক দলে যেতে রাজি নই। স্বাস্থ্য দফতরে যেসব মহিলা নির্যাতিতা হচ্ছেন, তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করুক। আমি তাদের হয়ে লড়াই করব। আমি এই রাজ্য থেকে দুর্নীতিকে সরানোর চেষ্টা করব।"