শেষ আপডেট: 12th February 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভর দুপুরে ফাঁকা বাড়িতে যুবতীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বেলডাঙার দেবকুন্ড আন্ডিরন এলাকায়। জানা গিয়েছে ওই যুবতী কলেজ পড়ুয়া। তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
বছর ২১ এর ওই যুবতীর দাদা দীপ মণ্ডল জানান, বুধবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। কলেজ থেকে ফিরে তাঁর বোন একাই ছিল। দুপুর তিনটে নাগাদ তার মা বাড়িতে এসে দেখেন ঘরের মধ্যে চৌকিতে পরে রয়েছে মেয়ে। মায়ের চিৎকারে ছুটে আসেন এলাকার লোক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দীপ জানায় এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার বোনের। বিয়েও ঠিক হয়েছিল। আজ ওই যুবককে দুপুরবেলা তাদের ঘর থেকে বের হতে দেখেছেন প্রতিবেশীরা। তিনি বলেন, "ওর মোটরবাইক খারাপ হয়ে গেছিল। বাইক টানতে টানতে তাকে চলে যেতে দেখেন এলাকার মানুষ। তারপরেই আমার মা ঘরে ঢুকে দেখে বোন চৌকির উপর পড়ে রয়েছে।"
কীভাবে যুবতীর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।