শেষ আপডেট: 7th December 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী মেয়ের জন্ম দিয়েছিলেন। মেনে নিতে পারেননি স্বামী। সেই রাগে নিজের সাত মাসের শিশুকন্যাকে স্ত্রীর কোল থেকে কেড়ে পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন বাবা। সেই ঘটনার রায় শোনালো আদালত। দোষী সাব্যস্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
পাঁচ বছর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর মুর্শিদাবাদের রানিতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকার ঘটনা। সেখানেই থাকতেন আলমামুন হক ও তাঁর স্ত্রী মহিমা বিবি।
অভিযোগ ছিল আলমামুন স্ত্রীর কোল থেকে সাত মাস সাত দিনের কন্যা সন্তানকে কেড়ে নিয়ে দৌড়তে শুরু করেন। এরপর একটি পুকুরে ছুড়ে ফেলে দেন।
গোটা ঘটনা চোখের সামনে দেখে চিৎকার করতে থাকেন মহিলা। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নশিপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করেন। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃত শিশুর মা জানান, গর্ভাবস্থায় মহিমা বিবিকে স্বামী হুমকি দিয়ে বলেছিলেন কন্যা সন্তান হলে তাঁকেও মেরে ফেলা হবে। এরপরই মহিমা স্বামীর বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় আলমামুনকে।
মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণের পর শনিবার লালবাগের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারপতি ঋষি কুশারি আলমামুন হককে দোষী সাব্যস্ত করেন। যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যদি তা না দিতে পারে তাহলে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।